Connect with us
ক্রিকেট

চেন্নাইয়ের জার্সিতে খেলা চালিয়ে যাওয়া প্রসঙ্গে যা বললেন ধোনি

MS Dhoni in CSK
মহেন্দ্র সিং ধোনি। ছবি- সিএসকে

আইপিএল মানেই ধোনির নাম উচ্চারিত হবে, আর চেন্নাইয়ে তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলবে। গত কয়েক বছর ধরে প্রতি মৌসুমেই প্রশ্ন ওঠে—এটাই কি ধোনির শেষ আইপিএল? ২০২৩ সালে ট্রফি জয়ের পরও ভক্তদের মনে একই প্রশ্ন ছিল। এবারও চেন্নাই সুপার কিংসের হয়ে তার খেলার বিষয়টি ঘিরে চলেছে নানা আলোচনা। তবে ধোনি নিজেই জানালেন, যতদিন সম্ভব তিনি চেন্নাইয়ের হয়ে খেলতে চান।

সম্প্রতি অনুশীলনে ধোনিকে দেখা যায় ‘ওয়ান লাস্ট টাইম’ লেখা একটি টি-শার্ট পরে। মুহূর্তেই ভক্তদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে—এটাই কি তার বিদায়ী মৌসুম? তবে সম্প্রচারকারী চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ধোনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তিনি এখনই থামছেন না। ‘আমি যতদিন পারি চেন্নাইয়ের হয়ে খেলতে চাইব। এটাই আমার ফ্র্যাঞ্চাইজি। আমি যদি হুইলচেয়ারেও থাকি, তাহলে এই টান আমাকে নিয়ে আসবে।’


আরও পড়ুন:

» ব্যাট চুরি! বিশ্বকাপে পাকিস্তানি ক্রিকেটারের কর্মকাণ্ডে উঠেছে বিতর্ক

» সাকিবের অনুরোধ রাখেনি বিসিবি, তবুও অভিযোগ নেই তার!


গেল আসরে ধোনি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন, তবে ব্যাট হাতে এখনো কার্যকর ভূমিকা রেখেছেন। লোয়ার অর্ডার ব্যাটার হিসেবে ২২০-এর বেশি স্ট্রাইক রেটে আগ্রাসী ব্যাটিং করেন তিনি। সেই আসরে তার ব্যাট থেকে এসেছিল ১৬১ রান। আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে আর মাত্র ১৯ রান করলেই তিনি চেন্নাই সুপার কিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন, ছাড়িয়ে যাবেন সুরেশ রায়নাকে।

ধোনির বয়স ৪৩ ছুঁইছুঁই, তবুও তার ফিটনেস, খেলার প্রতি ভালোবাসা ও নেতৃত্বগুণ অক্ষুণ্ন রয়েছে। এ কারণেই ভক্তরা এখনও তাকে মাঠে দেখতে চান। যদিও ধোনি বারবার নিজের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি করেন। তবে টিম ম্যানেজমেন্টের ভরসায় এখনও ভালো ভাবে আছেন ক্যাপ্টেন কুল। অধিনায়ক না হলেও উইকেটের পেছন থেকে দিতে পারেন দারুণ সব পরামর্শ। এছাড়া শেষ দিকে তার ব্যাটিং ঝড় আজও মুগ্ধ করে দর্শকদের।

ক্রিফোস্পোর্টস/২৩মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট