আইপিএলের গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। এবারের আসরে সাবেক দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছে তার নতুন দল চেন্নাই সুপার কিংস। যদিও ম্যাচটি হেরেছে তারা। ম্যাচশেষে গত আসরে একসঙ্গে ডাগআউট শেয়ার করা সৌরভ গাঙ্গুলী ও মুস্তাফিজুর রহমান সাক্ষাৎ করেছেন।
সোমবার (৩১ মার্চ) চেন্নাইকে হারিয়ে আসরের প্রথম জয় তুলে নেয় দিল্লি ক্যাপিটালস। এদিন বল হাতে খরুচে ছিলেন ফিজ। ৪ ওভার বল করে ৪৭ রান দিয়ে ১টি উইকেট পেয়েছিলেন তিনি।
ম্যাচ শেষে সাবেক সতীর্থদের সঙ্গে করমর্দন করেন মুস্তাফিজ। এ সময় ভারতীয় ক্রিকেটের দাদা এবং সাবেক দলের ডিরেক্টর সৌরভ গাঙ্গুলীর সঙ্গেও তার দেখা হয়। এ সময় দুজন বেশ হাস্যোজ্জ্বল ছিলেন এবং তাদেরকে কিছু একটা নিয়ে কথা বলতে দেখা যায়।
এপার বাংলা এবং ওপার বাংলা আসলে কি নিয়ে কথা কথা বলছিলো সে বিষয়ে জানা জায়নি। তবে বিদেশি ভাষাভাষীদের মধ্যে বাঙালি দাদাকে পেয়ে নিশ্চয়ই মন খুলে কোনো কথা বলেছেন ফিজ।
তাদের এই দারুণ মুহূর্তের ছবি ফেসবুকে শেয়ার করে চেন্নাই লিখেছে, ভালো থেকো বন্ধু। অর্থাৎ গত আসরে দুজন একই দলে ছিলেন তারই ইঙ্গিত দিয়েছে চেন্নাই।
আইপিএলের চলতি আসরে প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে চেন্নাই। তবে তৃতীয় ম্যাচে এসে দিল্লির বিপক্ষে হেরেছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। দলটির হয়ে ৩ ম্যাচে ৭ উইকেট শিকার করেছেন এবারের আইপিলে একমাত্র বাংলাদেশি হিসেবে সুযোগ পাওয়া মুস্তাফিজুর রহমান।
আরও পড়ুন: মুশফিককে অনুসরণ করেন নারী দলের অধিনায়ক জ্যোতি
ক্রিফোস্পোর্টস/১এপ্রিল২৪/এমটি