দীর্ঘ দেড় মাস ধরে চলতে থাকা ভারত বিশ্বকাপ প্রায় শেষের দিকে। এই বিশ্বকাপ নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা কম হয়নি। তার মধ্যে সেমিফাইনালের আগে বিসিসিআইকে নিয়ে পিচ পালটানোর অভিযোগ উঠেছিল। এই পিচ বিতর্ক খেলোয়াড়দের মনেও নানা শঙ্কার জন্ম দিয়েছে। তাই হয়তো ফাইনালের আগে পিচ পর্যালোচনা করে ছবি তুলে রাখলেন অজি দলপতি প্যাট কামিন্স।
আগামীকাল (১৯ নভেম্বর) ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে সমাপ্তি ঘটতে চলেছে চলমান বিশ্বকাপের। অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার এই হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ফাইনালের আগেই ম্যাচের জন্য নির্ধারিত পিচ যাচাই-বাছাই করে দেখে নিয়েছেন অজি অধিনায়ক। তাছাড়া পিচের ছবিও তুলে নিয়েছেন কামিন্স।
এর আগে প্রথম সেমিফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় ভারত। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের একটি প্রতিবেদন অনুযায়ী, আইসিসির অনুমতি ব্যতীত এই ম্যাচের আগে নির্ধারিত উইকেটটি পরিবর্তন করেছে বিসিসিআই। তারা দাবি করেছিল ভারত ফাইনালে উঠলে পুনরায় একই কাজ করতে পারে।
পরবর্তীতে পিচ বদলানোর এই অভিযোগটি নিয়ে জবাব দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাও (আইসিসি)। তবে আইসিসি পিচ বদলানোর এই ব্যপারটা স্বাভাবিকভাবেই নিয়েছিলো। আইসিসি বলেছিলো, এরকম ঘটনা আগেও কয়েকবার ঘটেছে।
যেহেতু এর আগে পিচ পাল্টানোর বিষয়টি আইসিসি স্বাভাবিকভাবে নিয়েছে। তাই পুনরায় বিসিসিআই একই কাজ করে কিনা তা মিলিয়ে দেখার জন্যই কি ম্যাচের আগে পিচের ছবি তুলে রাখলেন প্যাট কামিন্স!
আরও পড়ুন: নেইমারের পর আরেক তারকাও ছিটকে গেল ব্রাজিল দল থেকে
ক্রিফোস্পোর্টস/১৮নভেম্বর২৩/এমটি