ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট যে আইপিএল তা তো সবারই জানা। বিশ্বের সবচেয়ে পয়সাওয়ালা ফ্র্যাঞ্চাইজি লিগ ভারতের এই টুর্নামেন্ট।
বিশ্বের নামি-দামি সব টি-টোয়েন্টির ফেরিওয়ালারা আইপিএলে খেলার জন্য মুখিয়ে থাকে। অথচ আইপিএল যে দেশের টুর্নামেন্ট সেই ভারতের ক্রিকেটাররাই আইপিএলের বাইরে অন্য কোন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন না। কেন..? এবার এই প্রশ্নেরই উত্তর দিলেন সবাক ভারতীয় তারকা ব্যাটার বীরেন্দ্র শেবাগ।
বিশ্বের তামাম ক্রিকেট ভক্তরা এই একটি প্রশ্ন নিয়ে অনেক কৌতূহলী থাকেন। কেন ভারতীয়রা দেশের বাইরের লিগগুলোয় খেলেন না!
সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে বীরেন্দর শেবাগকে এই একই প্রশ্ন করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট। সেই প্রশ্নের প্রক্ষিতেই জবাব দেন সাবেক ভারত ওপেনার।
গিলক্রিস্ট জিজ্ঞেস করেন, আপনি কি কোনো ভারতীয় ক্রিকেটারকে আইপিএলের বাইরে অন্য কোন লিগে কখনো খেলতে দেখেছেন? এতে শেবাগের জবাবটা ছিল অনেকটা এরকম, ‘আমরা ধনী মানুষ। আমাদের এসবের প্রয়োজন হয় না। গরীব দেশে গিয়ে অন্য লিগে খেলার আমাদের কোনো প্রয়োজন দেখি না।’
অনুষ্ঠানে এই বিধ্বংসী ওপেনার আরো জানান, জাতীয় দল থেকে তিনি যখন বাদ পড়েন তারপর বিগ ব্যাশ থেকে তিনি ১ লাখ ডলারে খেলার প্রস্তাব পেয়েছিলেন। সেই প্রস্তাবেও তিনি তখন রাজি হননি।
সেই প্রসঙ্গটি স্মরণ করে স্মৃতির রোমন্থন করেন শেবাগ, ‘আমার এখনও মনে আছে, তখন আমি জাতীয় দল থেকে বাদ পড়েছি। অবশ্য আইপিএলে ঠিকই খেলা চালিয়ে যাচ্ছিলাম। সেই সময়ে বিগ ব্যাশ থেকে খেলার প্রস্তাব দেওয়া হয় আমাকে। তো আমি জিজ্ঞেস করলাম, আমাকে কত টাকা দেবেন? উত্তরে তারা বলল, ১ লাখ ডলার। জবাবে আমি বলেছিলাম, এই অঙ্কের অর্থ আমার ছুটির দিনেই খরচ হয়ে যায় যদিও গত রাতের বিল এর থেকেও বেশি ছিল।’
উল্লেখ্য, শেবাগকে আইপিএলে দিল্লি ফ্র্যাঞ্চাইজি ও পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠ মাতাতে দেখা গেছে। অবসরে যাওয়ার পর তিনি পাঞ্জাবের কোচিং প্যানেলেও দায়িত্ব পালন করেছেন। কিন্তু কখনো আইপিএল শিরোপা জেতা হয়নি ভারতের হয়ে ২০১১ বিশ্বকাপ জয়ী এই তারকা ব্যাটারের।
আরও পড়ুন: মুস্তাফিজকে আইপিএল থেকে ফেরানো বিসিবির ভুল, বলছেন হার্শা
ক্রিফোস্পোর্টস/২৪এপ্রিল২৪/এমএস/বিটি