Connect with us
ক্রিকেট

অবসর নিয়ে কি বললেন সাকিব?

shakib al hasan
সাকিব আল হাসান। ছবি- গুগল

বিশ্বকাপের সময় থেকেই ইনজুরি ও ব্যাটিং ফর্ম নিয়ে বেশ ভুগছেন টাইগার কাপ্তান সাকিব আল হাসান। যার প্রভাব পড়েছে চলতি বিপিএলেও। সবশেষ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে রংপুর রাইডার্সের ম্যাচেও ব্যাট হাতে ডাক মেরে সাজঘরে ফেরেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তার উপর দিন দুয়েক আগে কোচ মোহাম্মদ সালাউদ্দীনের সাকিবকে নিয়ে করা মন্তব্যও বেশ আলোচনার জন্ম দিয়েছিল। তিনি বলেছিলেন, সাকিব ফিট হতে না পারলে তিনি নাকি অবসরই নিয়ে নেবেন।

গতকাল (শনিবার) রংপুরের ম্যাচ শেষে তাদের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন সাকিব আল হাসান। সেখানে সাকিবকে অবসর প্রসঙ্গে প্রশ্ন করা হলে তার সোজাসাপ্টা জবাব, এখনই অবসরে যাওয়ার কোন ভাবনা তার নেই। সাকিব জানান, আমি যে সমস্যায় আছি এখান থেকে উতরে যাওয়ার জন্য সবাই আমাকে নিজ নিজ জায়গা থেকে সাহায্য করার চেষ্টা করছে। অবসর নিয়ে আমি এখন পর্যন্ত তেমন কিছু ভাবিনি। এখনো ভালো করার চেষ্টা করে যাচ্ছি। পরে কি হবে সেটা ভেবে দেখবো।

সাকিব তার খারাপ সময় উতরে ফর্ম ফিরে পেতেও মরিয়া হয়ে আছেন। নিজে থেকে চেষ্টার কোনো কমতি রাখছেন না। এমনকি গত মাসে হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পরদিনই মিরপুরে অনুশীলন করতে তিনি ঢাকায় চলে এসেছিলেন। বিপিএলে ব্যাট হাতে খারাপ সময় কাটালেও অনুশীলনে রীতিমতো ঘাম ঝরিয়ে যাচ্ছেন এই অলরাউন্ডার। ফর্ম ফিরে পেতে এখনো বিপিএলকেই পাখির চোখ করেছেন টাইগার দলপতি। সাকিব বলেন, টুর্নামেন্টের এখনো বেশ কিছুটা পথ বাকি আছে। দেখা যাক কি হয়, বাকিটা তো সময়ই বলে দেবে। পরে কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।

সাকিবের চোখের রেটিনায় যে সমস্যা তা মানসিক চাপের কারণেও ঠিক হতে সময় লাগছে কি না এটা নিয়েও প্রশ্ন উঠেছে। ফর্ম ফিরে পেতে সাকিবের উপর যে চাপ কাজ করছে এটা তারই ফল কি না। এমন কথায় সাকিবও সুর মিলিয়ে বলেন, আমার নিজেরও মনে হয় এমনটা হতে পারে। এখন এমন করাটা কি ঠিক হচ্ছে বা ঠিক হবে? এর কারণেই কি চোখের সমস্যাটা আরও বাড়ছে? আমিও বিষয়টি নিয়ে চিন্তিত। কিন্তু এজন্য তো আর চেষ্টা করা বাদ দিতে পারি না।

ব্যাট হাতে সাকিবকে আগের রূপে আবার কবে দেখা যাবে তা নিয়ে প্রশ্ন থাকলেও সাকিব বিশ্বাস করেন ধীরে ধীরে উন্নতির দিকে আগাবেন তিনি। ‘রানে ফেরার বিষয় বলাটা আসলে কঠিন। কমফোর্টের জায়গাটা তখনই বাড়বে যখন রানে ফিরতে পারবো। রান করতে না পারলে আসলে পরিস্থিতির উন্নতি হবে না’ – যোগ করেন সাকিব।

আরও পড়ুন: গেল চার মাস জয়হীন মায়ামি; হংকংয়ে দেখা মিলবে মেসি জাদু?

ক্রিফোস্পোর্টস/৪ফেব্রুয়ারি২৪/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট