বাংলাদেশ ওপেনার লিটন দাসের পুরোনো রোগ যেন আবার নতুন করে ঘাড়ের উপর জেঁকে বসেছে। ২০২৪ সালটা ব্যাট হাতে যাচ্ছেতাই যাচ্ছে এই টাইগার উইকেটকিপার ব্যাটসম্যানের। যার ঝলক দেখা গেল, শ্রীলঙ্কা ক্রিকেট দলের সদ্য শেষ হওয়া বাংলাদেশ সফরেও। গত মাসের সে সফরে ওয়ানডে সিরিজে রান খরার কারণে সিরিজের মাঝেই ওয়ানডে থেকে বাদ পড়েন লিটন। পরে টেস্ট সিরিজে ফের দলে ফিরেও ব্যাটে রান খরা কেবল দীর্ঘায়িতই করেছেন।
এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনীতে নাম লিখিয়েছেন দেশের অন্যতম সেরা এই ওপেনার। কিন্তু শ্রীলঙ্কা সিরিজ শেষ হয়ে গেলেও আপাতত ডিপিএলে খেলছেন না লিটন, নিয়েছেন বিশ্রাম।
লিটনকে বিশ্রাম দেওয়ার প্রসঙ্গে আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, ‘ক্রিকেট অনেকটাই মানসিক একটা গেইম। এখানে কিন্তু ওর টেকনিকে পরিবর্তন আসেনি কিন্তু ও যেহেতু রান পাচ্ছে না তাই ওর উপর মানসিক চাপটা বাড়ছে। ওর যেহেতু মনে হয়েছে যে বিশ্রাম দরকার তাই ওকে বিশ্রাম দিয়েছি। আমার বিশ্বাস সে খুব ভালোভাবে ফিরতে পারবে।’
এছাড়াও লিটনের জন্য পরামর্শ হিসেবে সুজন আরও বলেন, ‘লিটনের উচিত তার বেসিকে ফিরে যাওয়া। সিনিয়র হওয়ার পর সে রিজার্ভ হয়ে গেছে কিন্তু ছোটবেলায় সে অবশ্যই এমন ছিল না। আমি তার আচরণগত বিষয়ে কথা বলবো না তবে তার আরও কাজ করতে হবে। সবার সঙ্গে আরও ভালোভাবে মিশতে হবে। ক্রিকেটের পেছনে আরও সময় দিতে হবে।’
সুতরাং সুজনের কথায় স্পষ্ট লিটন এখন ক্রিকেটের পেছনে সময় কিছুটা কম দিচ্ছেন যার ব্যাখ্যায় আবাহনীর কোচ বলেন, ‘সবারই ব্যক্তিগত জীবন আছে, লিটনও এর ব্যতিক্রম নয়। লিটন বিবাহিত কিন্তু ক্রিকেট খেলা তার পেশা। তাই তারও উচিত ক্রিকেটকে আরও সময় দেওয়া। এত দিন পরিচর্যা করার পর এখন তার সময় হয়েছে বাংলাদেশের জন্য কিছু করার। লিটনও তার সেরাটা দিতে চায়।’
আরও পড়ুন: আবাহনী জাতীয় দলের চেয়েও শক্তিশালী!
ক্রিফোস্পোর্টস/৭এপ্রিল২৪/এমএস/এমটি