ভারত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জিতে দারুণ শুরু করেছে বাংলাদেশ। তবে আফগানিস্তানকে ৬ উইকেটে হারানোর সেই ম্যাচে বিশেষ দৃষ্টি কেড়েছে দলের স্পিনাররা। এদিন সাকিব-মিরাজরা ছিলেন দুর্দান্ত। বলতে গেলে দলের বোলিং অ্যাটাককে তারাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। দুজনে উইকেটও পেয়েছেন সমান তিনটি করে।
এবার সেই অসাধারণ বোলিং এর জন্য দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের প্রশংসায় ভাসলেন সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ।
হেরাথ বলেন, আফগানিস্তানের বিপক্ষে স্পিনাররা অসাধারণ বোলিং করেছে। নিজেদের দক্ষতার চাইতেও বড় বিষয় হলো উইকেট বুঝে জায়গা মত বল করে যাওয়া। এ কাজে তারা ছিল পুরোপুরি সফল। আমি তাদের বোলিং এ খুব খুশি। ইংল্যান্ডের বিপক্ষেও তাদের কাজ হবে পিচ কন্ডিশন বুঝে বল করা। আমি আশাবাদী, ইংল্যান্ডের বিপক্ষেও সাকিব এবং মিরাজ এমনটা করতে পারবে।
ইংলিশদের বিপক্ষে মাঠে নামার আগে দলের জন্য বার্তাও দিয়ে রাখলেন হেরাথ, ইংল্যান্ডের বিপক্ষে জিততে হলে নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলাটা খুবই গুরুত্বপূর্ণ। আক্রমণাত্মক খেলতে হবে এবং শরীরী ভাষায় সেটা বুঝিয়ে দিতে হবে। এই মানসিকতা নিয়ে খেললে তাদের বিপক্ষে অবশ্যই জেতা সম্ভব।
আরও পড়ুন: টি-টেনের ড্রাফটে তামিমের নাম
ক্রিফোস্পোর্টস/৯অক্টোবর২৩/এমএস/এসএ