আর মাত্র তিনদিন পরেই শুরু হতে যাচ্ছে জামাল ভূঁইয়াদের অগ্নিপরীক্ষা। বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের প্রথম রাউন্ডের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার থেকে সবদিক দিয়ে পিছিয়ে থাকলেও বাংলাদেশকে কোনভাবেই ছোট করে দেখছে না সকারু ডিফেন্ডার আজিজ এরালতে বেহিচ।
ফুটবলে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে আকাশ-পাতাল তফাৎ। ফিফা র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার অবস্থান যেখানে ২৭ সেখানে বাংলাদেশের অবস্থান ১৮৩। ফিফা র্যাঙ্কিয়ের দিকে তাকালে বোঝা যায় বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া কতটা এগিয়ে। তাছাড়া অস্ট্রেলিয়া এখন পর্যন্ত ছয়টি বিশ্বকাপ খেলেছে। যেখানে বাংলাদেশের দৌড় বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ড পর্যন্তই।
তবে এত এগিয়ে থেকেও বাংলাদেশকে কোন ভাবেই ছোট করে দেখছে না দলটির অন্যতম সিনিয়র ডিফেন্ডার আজিজ বেহিচ। অস্ট্রেলিয়ার হেরাল্ড সানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই ম্যাচে কারা ফেভারিট তা বিবেচনা করছি না। প্রতিপক্ষের র্যাঙ্কিংয়ের দিকেও আমরা তাকাচ্ছি না। র্যাঙ্কিংয়ে যে যেখানেই থাকুক, এটা আন্তর্জাতিক ম্যাচ সেটাই সবচেয়ে বড় বিষয়। আমরা মাঠে আমাদের কাজটাই করব এবং আশা করি প্রতিটি ম্যাচেই আমরা ভালো করবো।
অস্ট্রেলিয়ান ক্লাব মেলবোর্ন সিটির হয়ে খেলেন আজিজ বেহিচ। জাতীয় দলের জার্সিতে ৫৫ টি ম্যাচ খেলেছেন ৩২ বছর বয়সী এই লেফটব্যাক। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোতে ভালো করে দলকে জয় উপহার দিতে চান তিনি।
এর আগে গত শনিবার (১১ নভেম্বর) রাতে অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছায় বাংলাদেশ দল। রবিবার হোটেলে জিম এবং রিকভারি সেশন কাটিয়ে সোমবার মাঠে অনুশীলন করেছে জামাল ভূঁইয়ারা। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় ৩ টায় মাঠে গড়াবে ম্যাচটি।
আরও পড়ুন: আর্জেন্টিনায় ফিরেই খুশির বার্তা দিলেন মেসি
ক্রিফোস্পোর্টস/১৩নভেম্বর২৩/এমটি