Connect with us
ক্রিকেট

ক্রিকেট ছাড়ার পর কী করতে চান, জানালেন ধোনি

crifo dhoni
ক্রিকেট ছাড়ার পর কী করতে চান জানালেন ধোনি।

আরো আগেই জাতীয় দলের জার্সি তুলে রেখেছেন ভারতের দু’বারের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলে যাচ্ছেন এখনও। আর কতদিন খেলা চালিয়ে যেতে পারবেন বলা যায় না। তবে ক্রিকেট থেকে পুরো পুরি অবসরের পর কী করবেন এমন প্রশ্ন জাগে ভক্ত মনে। এবার নিজেই দিলেন সে প্রশ্নের জবাব।

সাধারণত ক্রিকেট ছাড়ার পর খেলা সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে যুক্ত হন বেশিরভাগ ক্রিকেটার। কেউ হন ধারাভাষ্যকার, কেউ হয়তো কোচ কিংবা ক্রিকেট বিশ্লেষক। কেউ পরিবারের সাথে সময় কাটান, আবার কেউ করেন ব্যবসা। তবে ধোনির ইচ্ছা একটু ভিন্ন। ক্রিকেট ছাড়ার পর তিনি সময় কাটাতে চান সেনাবাহিনীতে।

এক অনুষ্ঠানে ভারতের সব থেকে সফলতম অধিনায়ক বলেন, ‘আমি এখনও এটা নিয়ে ভাবিনি। আমি ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছি, আইপিএল খেলছি। ক্রিকেট ছাড়ার পর কী করব সেটা দেখা খুবই আকর্ষণীয় হবে। তবে নিশ্চিতভাবে মনে করি, আমি সেনাবাহিনীর সঙ্গে আরও বেশি সময় কাটাতে চাই। কারণ গত কয়েক বছর আমি সেটা করতে পারিনি।’

এর আগেও সেনাবাহিনীর পোশাকে দেখা গিয়েছে ধোনিকে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর অনারারি লেফটেন্যান্ট হিসেবে কাশ্মীরে ১৫ দিনের ক্যাম্প করেছিলেন তিনি। সেবছরই ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরে পাকিস্তানি এক জঙ্গি সংগঠনের হামলায় প্রায় ৪০ ভারতীয় সেনা নিহতের প্রতিবাদে ৮ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে সেনাবাহিনীর ক্যাপ পরে মাঠে নামেন ধোনিরা।

আসন্ন আইপিএলেও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন ধোনি। চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং ধোনি সম্পর্কে বলেন, ‘আমরা পরিকল্পনা করেছিলাম ধোনির ১০ বছরের কৃতিত্ব নিয়ে চেন্নাইয়ের পক্ষ থেকে কিছু করার। এ নিয়ে আলোচনাও হয়েছিল। পরে ধোনি নিজেই আরও কিছু সময় আমাদের সাথে থাকার আগ্রহ প্রকাশ করেন। তার এমন নিবেদন দল ও ফ্র্যাঞ্চাইজির জন্য অনেক।’

আরও পড়ুন: ইতিহাস গড়া ম্যাচ শেষে শান্ত ও সাকিবের কণ্ঠে উপভোগ ও আত্মবিশ্বাস

ক্রিফোস্পোর্টস/২৩ডিসেম্বর২৩/এসএফ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট