আজ সোমবার (১৯ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনের কথা ছিল নতুন ক্রীড়া উপদেষ্টার আসিফ মাহমুদের। বেলা একটার দিকে বিসিবি প্রাঙ্গণে প্রবেশ করেন তিনি। তবে তার কিছুক্ষণ আগেই বিসিবিতে আগমন ঘটে তামিম ইকবালের। পরে স্টেডিয়ামের পরিদর্শনে বেশ কিছুক্ষণ সময় একসঙ্গে পার করেছেন আসিফ মাহমুদ ও তামিম।
বিসিবিতে তামিম ছাড়াও বিসিবির সিইও নিজাম নিজামউদ্দিন চৌধুরি সুজনও ছিলেন। এসময় দুজনকে সঙ্গে নিয়ে শের-ই-বাংলা স্টেডিয়াম ঘুরে দেখেন আসিফ মাহমুদ। তবে হঠাৎ করে তামিমের বিসিবিতে আসাটা কিছুটা আশ্চর্যজনক মনে হয়েছে। গুঞ্জন আছে, নতুন ক্রীড়া উপদেষ্টার অনুরোধেই বিসিবিতে এসেছিলেন তামিম।
স্টেডিয়াম পরিদর্শনের পর গণমাধ্যমের মুখোমুখি হন নিজামউদ্দিন চৌধুরি। তামিমের হঠাৎ বিসিবিতে আগমনের কারণ সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আসলে তামিম কেন এসেছিলেন সে বিষয়ে আমি বলতে পারছি না। উনি এসেছেন, এরপর উনার সঙ্গে কথা হয়েছে। তবে এর বাইরে কিছু জানা নেই।’
আরও পড়ুন:
» বিসিবি থেকে পদত্যাগ করলেন জালাল ইউনুস
» অবসরের পর কোচ হতে পারেন রোনালদো: লুই সাহা
এদিকে আসিফ মাহমুদ তার অফিশিয়াল ফেসবুক পেজে স্টেডিয়াম পরিদর্শনের ছবি করে তার ক্যাপশনে লিখেছেন, ‘বিসিবির ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়।’
দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন তামিম ইকবাল। ফের কবে জাতীয় দলের হয়ে খেলবেন সেটিও অজানা। জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে এর আগে বেশ কয়েকবার নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনায় বসার কথা ছিল তার। তবে সেটা বাস্তবে রূপ নেয়নি।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পরিবর্তনের হাওয়া লেগেছে বাংলাদেশের ক্রিকেটেও। বিসিবির সকল অযোগ্য কর্মকর্তাদের পদত্যাগের দাবি জানিয়ে আন্দোলন করেছে দেশের ক্রীড়াপ্রেমিরা। ইতোমধ্যে কয়েকজন পরিচালক পদত্যাগ করেছেন। এছাড়া আত্মগোপনে থাকা বিসিবি সভাপতি পাপনও পদত্যাগে সম্মত হয়েছেন বলে জানা গেছে।
তবে তামিমের হঠাৎ বিসিবিতে আগমন ফের তার জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিচ্ছে? এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা না গেলেও গুঞ্জন রয়েছে, বিসিবির গুরুত্বপূর্ণ পদে জায়গা পেতে যাচ্ছেন তামিম। খুব শীঘ্রই এ বিষয়ে জানা যাবে।
ক্রিফোস্পোর্টস/১৯আগস্ট২৪/বিটি