বর্তমানে মাঠের পারফরম্যান্সে সেরা সময়টাই পার করছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। কঠোর পরিশ্রম এবং দুর্দান্ত বোলিং করে বর্তমানে দেশের প্রধান স্ট্রাইক বোলার তাসকিন। ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে নিয়েছেন ৪টি উইকেট।
এদিকে সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামার আগে তাসকিনের ভূয়সী প্রশংসা করেছেন ইংল্যান্ডের পেসার মার্ক উড। তিনি মনে করেন, ইংল্যান্ডের পেসাররাও শিখছে তাসকিনের থেকে।
রবিবার চট্টগ্রামের মাটিতে তৃতীয় ওয়ানডে পূর্ব সংবাদ সম্মেলনে মার্ক উড বলেন, ‘তাসকিন খুব দুর্দান্ত পারফর্ম করেছেন। সবার নজর কেড়েছেন তিনি। আমাদের পুরো দল বলেছে, সে কতটা ভালো বোলিং করেছে।
ভালো লেংথে রেখে সে খুব গতিতে বল করছে। প্রথম ওয়ানডেতে আমাদের পেসাররা কোন জায়গায় আসলে বল করা উচিত তা তার কাছ থেকে দেখেছে। আমরা তার পারফরম্যান্স থেকে অনেক কিছু শিখেছি।’
মার্ক উড আরও বলেন, ‘এমন না যে তাসকিন শুধু উইকেটই নিয়েছেন, তিনি খুব আঁটসাঁট বোলিং করেছেন। এছাড়া তার পারফরম্যান্স খুবই প্রশংসনীয় ছিল। সব ব্যাটার বলেছে, সে খুব ভালো পারফর্ম করেছে। আমিও চাই না সে খারাপ করুক।’