Connect with us
ক্রিকেট

কানাডায় সাকিবকে কাছে পেয়ে সুযোগ ছাড়লেন না ভক্তরা

Shakib Al Hasan Montreal
বল হাতে ভেলকি দেখিয়ে ব্যাট হাতে ঝড় তুলে ভক্তদের খপ্পরে সাকিব (ছবি-ক্রিকইনফো)

বিশ্ব ক্রিকেটে জনপ্রিয় এক নাম সাকিব আল হাসান। দীর্ঘ ১ যুগের বেশি সময় ধরে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে নিজেকে রেখেছেন উপরের সারিতে। তাই সাকিবের দিকে ভক্তদের যেমন দৃষ্টি থাকে, তেমনই দৃষ্টি থাকে বিশ্বের জনপ্রিয় লিগের বড় বড় ক্লাবগুলোর। এখন সাকিব আছেন কানাডায়। খেলছেন গ্লোবাল টি-টোয়েন্টি লিগ।

কানাডার মনিট্রল টাইগার্সের হয়ে খেলছেন সাকিব আল হাসান। সেখানেও বল-ব্যাট হাতে দেখাচ্ছেন নিজের ক্যারিশমা। ভক্তরা তার খেলা দেখে যেমন উচ্ছ্বসিত হয়েছেন, তেমন কাছে পেয়ে হয়েছেন উদ্বেলিত। দ্বিতীয় ম্যাচ শেষে সাকিবকে কাছে পেয়ে তাই আর ছুঁয়ে দেখতে ভুল করেননি কানাডা প্রবাসী ভক্তরা।

সাকিবকে কাছে পেয়ে সুযোগ ছাড়েননি কেউ। কেউ কেউ রেখেছেন সেলফি তুলে, কেউবা আবার করেছেন অটোগ্রাফের আবদার। কেউ একটু ছুঁয়ে দেখেছেন সাকিবের হাত। একে একে সবার আবদার মিটিয়েছেন আবদারও।

টানা দুটি ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে মন্ট্রিল। প্রথম ম্যাচে সাকিব বল হাতে মাত্র ১৮ রান খরচায় ৩টি উইকেট তুলে নিয়ে ব্যাট হাতে ১৩টি বল খেলে করেছিলেন ২৬ রান। যা দলের জয়ে রেখেছিল দারুণ ভূমিকা।

আর দ্বিতীয় ম্যাচেও সেই জ্বলে ওঠা সাকিব। রবিবার রাতে বল হাতে ১টি উইকেট পেলেও ব্যাট হাতে পেয়েছেন বড় রান। মাত্র ২৪ বলে ৩৬ রান করে দলকে এগিয়ে দিয়েছেন জয়ের পথে। এই পারফর্ম দেখেই ভক্তরা মজেছেন সাকিব বন্দনায়।

আরও পড়ুন: এমবাপ্পেকে নিয়ে পিএসজির অতি লোভে বাধ সাধল ফরাসি ফুটবলারদের ইউনিয়ন 

ক্রিফোস্পোর্টস/২৪জুলাই২৩/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট