Connect with us
ক্রিকেট

তামিমের বিসিবিতে যোগ দেয়ার গুঞ্জন, যা বললেন ফারুক

Tamim Iqbal_Faruq Ahmed
তামিমের বিসিবিতে যোগ দেয়ার গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন বিসিবি বস। ছবি- সংগৃহীত

প্রায় এক বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। গত বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ড সিরিজে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেন তিনি। তবে পুনরায় কবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন সেটা এখনো নিশ্চিত নয়। এরই মাঝে গুঞ্জন উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালক হিসেবে যোগ দেবেন তামিম।

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্রিকেট বোর্ডেও অনেক পরিবর্তন এসেছে। বিসিবি সভাপতির পদ থেকে নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর নতুন করে যোগ দিয়েছেন ফারুক আহমেদ। এছাড়া পরিচালনা পর্ষদেও বেশ কয়েকটি পরিবর্তন এসেছে।

ক্রিকেট বোর্ডে পরিবর্তন আসার পর বেশ কয়েকবার বিসিবিতে দেখা গেছে তামিমকে। সম্প্রতি ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠকেও উপস্থিত ছিলেন তামিম। তাই প্রশ্ন উঠেছে, ক্রিকেটার নাকি বোর্ড পরিচালক- কোন ভূমিকায় বৈঠকে ছিলেন তামিম। এবার এ নিয়ে মুখ খুলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

আরও পড়ুন:

» বোনাসের কিছু অংশ বন্যার্তদের দেবেন ক্রিকেটাররা

» বাফুফেতে সালাউদ্দিন অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে 

তামিমের বিসিবিতে আসার কারণ জানিয়ে ফারুক আহমেদ বলেন, ‘তামিম এসেছিল বিসিবিতে। প্রেসিডেন্ট হওয়ার পরে খেলোয়াড়দের সঙ্গে সময় নিয়ে বসতে পারিনি। ওরা আমার সঙ্গে দেখা করার জন্য এসেছিল। আর আমরা যেহেতু একটু কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, তাই ওদের সঙ্গে আলোচনা করেছি বিপিএল ও অন্যান্য লিগগুলো কীভাবে সময়মতো আয়োজন করা যায়। ওরা কিছু প্রস্তাব রেখেছে। সেগুলো কীভাবে কাজে লাগানো যায় তা নিয়ে আমরা আলোচনা করেছি।’

এছাড়া তামিমের বোর্ডে যোগ দেওয়ার গুজব উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘তামিম আপাতত খেলোয়াড়। সে এখনো অবসর নিয়েছে নাকি?’

সম্প্রতি বিসিবির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন অনেকেই। ফলে বেশ কয়েকটি পদ ফাঁকা রয়েছে। তবে সেগুলো এখনই বিসিবি পূরণ করবে কিনা সেই বিষয়ে বোর্ডের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি।

ক্রিফোস্পোর্টস/১৪সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট