Connect with us
ক্রিকেট

ভারত সফর নিয়ে যা বললেন ফিল্ডিং কোচ নিক পোথাস

coach bangladesh cricket
টাইগারদের ফিল্ডিং কোচ নিক পোথাস। ছবি : সংগৃহীত

ভারত সফরে এসে টেস্ট সিরিজের পর এবার টি-টোয়েন্টিতেও লজ্জার হার দেখলো হলো টাইগারদের। টেস্টে ভারতের কাছে ধবল ধোলাই হওয়ার পর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে চরমভাবে হেরেছে বাংলাদেশ। আগামীকাল (১২অক্টোবর) হায়দ্রাবাদে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। যেখানে হোয়াইটওয়াশ এড়ানোয় হবে শান্ত-লিটনদের প্রধান লক্ষ্য। তাই আজ (শুক্রবার) ম্যাচ পূর্বক সংবাদ সম্মেলনে এসে নিজের ভাবনা তুলে ধরেন টাইগারদের ফিল্ডিং কোচ নিক পোথাস। বলেন, ভারত সফরে অনেক কিছু শিখেছে তাঁরা।

এসময় নিক পোথাস বলেন, ‘পৃথিবীর সব দলই জেতার জন্যই মাঠে নামে। তেমনি আমরাও জিততে চাই সবসময়। কিন্তু ভারত এমন একটা জায়গা যেখানে বড় বড় দলগুলো এসেও হিমসিম খায়। কিন্তু এখান থেকে আমাদের বড় লাভ হলো আমরা এখান থেকে কিছু শিখতে পারছি কি না। এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের টি-টোয়েন্টি ম্যাচগুলোতে এবং চ্যাম্পিয়ন ট্রফিতে যাতে কাজে লাগাতে পারি সেই চেষ্টায় করবো। কিছু কিংবদন্তি খেলোয়াড় আছেন যারা তাদের ক্যারিয়ারের শেষ সময়ে চলে এসেছেন।

এসময় পোথাস আরও বলেন, ‘ ভারতের মাটিতে খেলতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের। কারণ ভারতের পিচ আমাদের দেখিয়ে দিচ্ছে কোন জায়গায় আমাদের উন্নতি করতে হবে। আমাদের চোখ কান খোলা রেখে খেলতে হবে এবং দুর্বলতাগুলোকে চিহ্নিত করে সেই অনুযায়ী নিজেদের ভুলগুলো শুধরে নিতে হবে। বাস্তবতা হলো ভারত থেকে আমরা যেটা শিখতে পারবো সেটাই আমাদের এগিয়ে নিয়ে যাবে।’

টাইগাররা কেমন শিক্ষা পেয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নে পোথাস বলেন, ‘আপনারা খেলোয়াড়দের স্কিলের দিকে নজর দিলেই বুজতে পারবেন। আমরা ফিল্ডিংয়ের ব্যাপারে অনেক ভালো ছিলাম। আমাদের খেলোয়াড়রা ফিল্ডিংয়ের ব্যাপারে অনেক ভালো ছিলো। ভারত সবসময় প্রতিপক্ষকে ব্যাটিং ও বোলিংয়ের দিক থেকে চাপে দেয়। এটাই তাদের স্কিল। আমাদের শিক্ষাটা হলো কিভাবে চাপ সামলানো যায় সেই চেষ্টা। খেলাটা ভালোভাবে বুঝতে হলে চাপ সামলানোটা খুবই জরুরি। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আমাদের প্রস্তুতি কেমন সেটা বুঝতে পারা। আপনি যখন কোনো বড় দলের বিপক্ষে খেলবেন তখন বুঝতে পারবেন আপনার কোথায় উন্নতি প্রয়োজন।’

এসময় পোথাস আরও বলেন, ‘আপনি সারাবিশ্বের সেরা এমন যে কাউকে জিজ্ঞেস করতে পারেন, সবাই আপনাকে বলবে যে আমাদের প্রতিটা দিনই কিছু না কিছু শেখার দিন। যেদিন আমরা শেখা বন্ধ করে দিবো সেদিন সমস্যা শুরু। সুতরাং আমাদেরও একই অবস্থা এখন। আপনারা খেয়াল করলে দেখবেন যে ম্যাচ শেষে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন সেও অনেক কিছু শিখেছেন। কিভাবে বোলিং সেট আপ করতে হবে, কিভাবে ফিল্ডিং সাজাতে হবে সবকিছুই সূর্য নতুনভাবে শিখেছে। সুতরাং আমাদের সবাই প্রতিনিয়ত শিখতে হবে।’

আরো পড়ুন : বিদায়ী ম্যাচে মাহমুদউল্লাহর সংবর্ধনা নিয়ে যা জানা গেল

ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট