
বিভিন্ন গণমাধ্যমে গুঞ্জন শোনা যাচ্ছে আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন রোহিত শর্মা। এর আগে গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে সংক্ষিপ্ত সেই ফরমেট থেকে বিদায় নিয়েছিলেন ভারতীয় এই তারকা ক্রিকেটার। তেমন কিছুই চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল শেষে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বৈশ্বিক এই টুর্নামেন্টের ফাইনালে আগামীকাল রবিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ সময় বিকাল তিনটায় মাঠে নামবে ভারত। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে নিউজিল্যান্ড। শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামার আগে আজ সংবাদ সম্মেলনে এই বিষয়ে কথা বলেছেন ভারতীয় ওপেনার শুভমান গিল।
তিনি অবশ্য রোহিতের অবসর প্রসঙ্গে কোন আলোচনা না হওয়ার কথা জানিয়েছেন, ‘এ নিয়ে আমার সঙ্গে কিংবা ড্রেসিংরুমেও কোনো আলোচনা হয়নি। এমনকি রোহিত ভাইও অন্য সবার মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিয়েই ভাবছেন। সুতরাং এমন কোনো বিষয়ই নেই। আমাদের সব আলোচনাই হচ্ছে ফাইনাল এবং শিরোপা কীভাবে জেতা যায় সেই প্রসঙ্গে।’
আরও পড়ুন:
» বিদায়ী সংবর্ধনা পাবেন মুশফিক, যা জানালো বিসিবি
» বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে, সিরিজের সময়সূচি প্রকাশ
তবে কারও সঙ্গে কোনো আলোচনা না হলেও রোহিতের নিজের কোন পরিকল্পনা থাকলে সেটা আগামীকালই জানা যাবে বলে মনে করেন গিল, ‘বিষয়টি নিয়ে দলের ভেতর কখনও কথা বলেননি তিনি। এমনকি অন্য কোনো সতীর্থের কাছেও এরকম কিছু শুনিনি। আমার মনে হয় তার সেরকম কোনো পরিকল্পনা থাকলে কালকের ম্যাচ শেষে দেখা যাবে।’
উল্লেখ্য, পাকিস্তানের মাটিতে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন হলেও নিরাপত্তাজনিত শঙ্কার কারণে ভারত তাদের সবগুলো ম্যাচ খেলছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। একই মাঠে খেলে টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত হিসেবেই ফাইনালে উঠে এসেছে তারা। এবার কেবল নিউজল্যান্ডকে হারালেই আরও একটি শিরোপা উচিয়ে ধরবে রোহিতের দল।
ক্রিফোস্পোর্টস/৮মার্চ২৫/এফএএস
