
বাংলাদেশ ফুটবল দলের ভেতরে নতুন এক উদ্দীপনার নাম হামজা চৌধুরী। ইংল্যান্ড থেকে উড়ে এসে মাত্র কয়েকদিন অনুশীলন করেছেন, কিন্তু এরই মধ্যে সতীর্থদের মন জয় করে নিয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ভারতের শিলংয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে তার প্রশংসায় মাতলেন সিনিয়র সোহেল রানা ও তপু বর্মন।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৯টায় ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন লাল সবুজের প্রতিনিধিরা। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোহেল বলেন হামজা এত দ্রুত মানিয়ে নিয়েছেন যে তাকে পুরনো সতীর্থ বলেই মনে হচ্ছে, ‘হামজা খুবই তাড়াতাড়ি আমাদের সঙ্গে মানিয়ে নিতে পারছে। মনে হচ্ছে ও অনেকদিন ধরেই আমাদের সঙ্গে খেলছে।’
জাতীয় দলের রক্ষণভাগের নির্ভরযোগ্য ফুটবলার তপু বর্মন হামজার অন্তর্ভুক্তিকে দলের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘গতকাল সে আনুষ্ঠানিক ভাবে আমাদের সঙ্গে ট্রেনিংয়ে অংশগ্রহণ করে। অবশ্য এটা আমাদের জন্য একটা ভালো ব্যাপার। সে ফিট আছে। আমরাও ফিট আছি। আমার কাছে মনে হয় এটা একটা পজেটিভ ব্যাপার।’
আরও পড়ুন:
» বোলিং অ্যাকশন পরীক্ষার ফলাফলে বড় সুখবর পেলেন সাকিব
» স্পেনের জার্সিতে প্রথম হিসেবে রোজা রেখে খেলার বার্তা ইয়ামালের
শুধু হামজার অন্তর্ভুক্তিই নয়, এবার বাংলাদেশের ফুটবলারদের মধ্যে একটা নতুন মানসিকতা কাজ করছে বলে মনে করেন তপু। তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি, মানসিক সক্ষমতা, চিন্তাধারা এবারে পুরোপুরি আলাদা। আমাদের চিন্তাধারা উইনিং মেন্টালিটি।’ হামজাও দিয়ে রেখেছিলেন জয়ের বার্তা।
এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। সেই ম্যাচ দিয়েই অভিষেক হওয়ার কথা রয়েছে হামজার। ভারত ম্যাচের জন্য ২৪ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে হাভিয়ের কাবরেরা।
ক্রিফোস্পোর্টস/২০মার্চ২৫/এফএএস
