স্পেন ও ফুটবল ক্লাব বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালকে চেনে না, বর্তমানে এমন ফুটবল ভক্তের সংখ্যা কমই হবে। কিছু দিন আগেও স্পেনকে ইউরোর শিরোপা জেতাতে অন্যতম বড় ভূমিকা ছিল ১৭ বছর বয়সী এই সেনসেশনের। সেই ইয়ামালের পরিবারই কি না এমন সঙ্কটাবস্থায়!
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘লা ভ্যানগার্দিয়া’র খবর, দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন এই স্প্যানিয়ার্ডের বাবা। জানা গেছে, ঘটনাটি ঘটেছে বার্সেলোনা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত মাতারো অঞ্চলে।
সেই অঞ্চলেই ইয়ামালের পরিবার বাস করেন। ঘটনার দিন তাদের বাড়ির কার পার্কিংয়ে পোষা কুকুর নিয়ে হাঁটছিলেন ইয়ামালের বাবা মৌনির নাসরাউয়ি। সেখানেই কিছু লোকের সাথে তার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা মৌনিরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আরো পড়ুন : পাকিস্তানে বন্ধ ইন্টারনেট, শান্তদের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন
সংবাদমাধ্যমটি জানায়, কাতালান আঞ্চলিক পুলিশ এই ঘটনার তদন্ত ভার পেয়েছে। কয়েক জনকে গ্রেপ্তারের বিষয়টিও নিশ্চিত করেছে তারা। তবে পুলিশের পক্ষ থেকে এখনো এ প্রসঙ্গে কিছুই জানানো হয়নি৷ এমনকি বার্তা সংস্থা এএফপিও এই বিষয়ে জানতে চাইলে পুলিশ কোন রকম তথ্য প্রকাশ করতে চায়নি।
ইয়ামাল তার ক্লাব বার্সেলোনার হয়ে নতুন মৌসুম শুরুর প্রস্তুতির জন্য ব্যস্ত সময় পার করছিলো। তবে তার বাবার আহত হওয়া প্রসঙ্গে এখনো নিশ্চুপ আছেন। ১৭ বছরের এই তরুণ তুর্কির ছোটবেলা কেটেছে এই অঞ্চলের রোচাফন্দা নামক এলাকায়।
ক্রিফোস্পোর্টস/১৫আগস্ট২৪/এমএস