বিশ্বকাপ দলে তামিমের সুযোগ না পাওয়ার পর থেকেই দেশ সেরা এই ওপেনারের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে বেশ আলোচনা হচ্ছিলো। তাহলে কি জাতীয় দলের হয়ে তামিম ইকবালের ক্যারিয়ারের ইতি ঘটতে যাচ্ছে? গত কয়েক সপ্তাহ ধরে দেশের ক্রিকেট পাড়ায় এই নিয়েই বেশ গুঞ্জন চলছে।
অবশেষে নিজের ভবিষ্যত নিয়ে সাংবাদিকদের জানালেন তামিম ইকবাল নিজেই। আজ (সোমবার) নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন তামিম। সেখানেই তিনি জানান, ‘আমি আবারও পরিষ্কার করে বলছি, আমি কখনোই এই বিষয়টা (আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যত) এভাবে করতে চাই না। আমি আরেক মাস বা তারও বেশি যতই সময় নেই না কেন আমি ইতোমধ্যে আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। বিসিবি এবং সভাপতির সাথে এসব বিষয়ে আমার কথা হয়েছে।
ওনারাও যেহেতু তাদের কথা জানিয়েছেন তাই বিষয়টাকে আমি সম্মান করি। আগামী বিপিএলটা খেলার পর দেখা যাক কি হয়। ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে আমি লম্বা করতে চাই না। আমি চেয়েছিলাম আজকেই আমার সিদ্ধান্তটা জানাতে।কিন্তু যেহেতু ওনাদের সাথে আমি কথা বলেছি, বিশেষ করে উনি (নাজমুল হাসান পাপন) আমার একার কথা শুনে সিদ্ধান্ত নেবেন না বলে জানিয়েছেন তাই ওনার কথাকে আমি সম্মান জানাই। উনি (পাপন) সবার সঙ্গে কথা বলে তারপর সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন। আমিও যেহেতু আমার সিদ্ধান্ত ইতোমধ্যে নিয়ে নিয়েছি তাই অপেক্ষা করছি ওনারা কি সিদ্ধান্ত নেন তা জানার জন্য।’
সবশেষ চলতি বছরের ২৩ সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে খেলেছিলেন তামিম ইকবাল। এরপর ইনজুরির কারনে এশিয়া কাপ খেলতে পারেননি তিনি। বিশ্বকাপ দলেও ছিলেন না তামিম। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ থেকেও নিজের নাম সরিয়ে নেন এই ওপেনার।
আরও পড়ুন: আসন্ন আইপিএল উপলক্ষে যাদের কিনতে পারে কলকাতা নাইট রাইডার্স
ক্রিফোস্পোর্টস/২৭নভেম্বর২৩/এমএস/এমটি