Connect with us
ক্রিকেট

৫ উইকেটের কীর্তি গড়ে যা বললেন হাসান মাহমুদ

Hasan Mahmud Press Conference
ক্যারিয়ারসেরা বোলিং করে নিজের অনুভূতি জানিয়েছেন হাসান মাহমুদ। ছবি- সংগৃহীত

রাওয়ালপিন্ডি টেস্টে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বাংলাদেশের পেসাররা। বিশেষ করে, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ১০টি উইকেটই নিয়েছেন পেসাররা। এমন ঘটনা বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথমবার ঘটেছে।

বাংলাদেশের পেসারের রেকর্ডময় এই দিনে বল হাতে নেতৃত্ব দিয়েছেন হাসান মাহমুদ। ১০.৪ ওভার হাত ঘুরিয়ে ৪৩ রান খরচায় ৫ উইকেট শিকার করেন এই পেসার। এটা তার ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেটের কীর্তি।

এমন কীর্তি গড়ে রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নিজের নাম লিখেন হাসান মাহমুদ। সেখানে মেহেদি হাসান মিরাজের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে স্থান পেয়েছে তার নাম।

আরও পড়ুন:

» রাওয়ালপিন্ডি টেস্ট : পঞ্চম দিনে বৃষ্টির সম্ভাবনা কতটুকু?

» নাহিদের রেকর্ড, বাংলাদেশের ইতিহাসে এমন নজির আর কারো নেই 

ক্যারিয়ারসেরা বোলিং করে নিজের অনুভূতি জানিয়েছেন হাসান মাহমুদ। দিনশেষে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘আসলে আমার পরিকল্পনা খুবই সহজ ছিল। অধিনায়ক এবং দলের চাওয়া অনুযায়ী, নতুন বল হাতে নিয়ে লাইন অনুযায়ী বল করার চেষ্টা করেছি। আমাদের চেষ্টা ছিল পরিকল্পনা মতো বল করে উইকেট তুলে নেওয়া।’

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটিং লাইনে ধস নামানোর শুরুটা হয়েছিল হাসান মাহমুদের হাত ধরেই। তৃতীয় দিনের শেষদিকে পরপর দুই ওভারে দুটি উইকেট তুলে নেন হাসান। এরপর চতুর্থ দিনে বাংলাদেশের হয়ে প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। মাঝে নাহিদ রানার আগুন ঝরানো বোলিংয়ের পর শেষটা আসে হাসানের হাত ধরেই। তাই নিজের সতীর্থদের কৃতিত্ব দিতে ভুল করেননি এই পেসার।

তিনি বলেন, ‘আমার সতীর্থদের অনেক কৃতিত্ব দিতে হবে। তারা প্রতিটি বলের পেছনে অনেক পরিশ্রম করে। আজকের দিনের প্রথম উইকেট দিয়ে শুরু করেছিল তাসকিন ভাই। এরপর নাহিদ রানা অসাধারণ বল করেছে।’

ক্রিফোস্পোর্টস/২সেপ্টেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট