বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে নেই ব্যস্ততা। তবে একাধিক টাইগার ক্রিকেটার খেলছেন বিদেশের ফ্রাঞ্চাইজি লিগ। কিন্তু সেদিকে নজর নেই দেশের ক্রিকেটপ্রেমীদের। কেননা গেল বেশ কিছুদিন যাবত ছাত্র আন্দোলনে বুদ হয়ে আছে গোটা দেশ। এবার শিক্ষার্থীদের পরোক্ষ সমর্থন জানিয়ে পোস্ট করেছেন একাধিক টাইগার ক্রিকেটার।
গেল মাসের ৫ জুন আদালতের একটি রায়ের পর থেকে কোটা সংস্কার আন্দোলনে আওয়াজ তোলে শিক্ষার্থীরা। সময়ের সাথে সেই আন্দোলন গড়ায় রাজপথে। সম্প্রতি সময়ে যা রূপ নিয়েছে রক্তাক্ষয়ী সংঘর্ষে। এবার দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া এই আন্দোলন নিয়ে মুখ খুলেছেন তাওহীদ হৃদয়-নুরুল হাসান সোহানরা।
তাওহীদ হৃদয় এলপিএল খেলতে বর্তমানে রয়েছে শ্রীলঙ্কায়। গতকাল ১৬ জুলাই নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি পোস্ট করেছেন তিনি। যেখানে হৃদয় লিখেছেন, ‘সবকিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি…. আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি, আর রক্তাক্ত না হোক।’
নিজের প্রাক্তন বিশ্ববিদ্যালয় নিয়ে লম্বা পোস্ট করেছেন মুশফিকুর রহিম, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে, আমি আমার ভাই-বোনদের উপর আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমার শিক্ষকরা যাঁরা অতুলনীয় সাহস দেখিয়ে তাঁদের ছাত্র-ছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেল তাঁদের প্রতি অতল শ্রদ্ধা।’ এছাড়াও সংশ্লিষ্টদের কাছে শান্তিপূর্ণ সমাধান আশা করছেন তিনি।
এদিকে জাতীয় দলের বাইরে থাকা টাইগারদের সাবেক অধিনায়ক নুরুল হাসান সোহানও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সাধারণ শিক্ষার্থীদের সমর্থন জানিয়েছেন। যেখানে তিনি শান্তির আহ্বান করে উল্লেখ করেছেন আর কোন সংঘর্ষ দেখতে চান না, ‘ভবিষ্যৎ বাংলাদেশের রক্ত আর দেখতে চাই না, শান্তি চাই।’
এছাড়া ২০১৮ সালে টি-টোয়েন্টি দলে অভিষেক হওয়া পেসার সুমন খানও পোস্ট করেছেন, ‘একজন ক্রিকেটার হওয়ার পাশাপাশি যেহেতু আমি এখনো একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক।’ আম্পায়ার গাজী সোহেল লিখেছেন কষ্ট হচ্ছে। হৃদয়ে প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে। মনের মধ্যে স্তব্ধতা গ্রাস করেছে। এমনটি তো হওয়ার কথা ছিল না।’
আরও পড়ুন: আর্জেন্টিনার সাদা-নীল আকাশের নক্ষত্রের পতন
ক্রিফোস্পোর্টস/১৭জুলাই২৪/এফএএস