নিউজিল্যান্ডের বিপক্ষে গতকাল ব্যাটিং এর সময় বাঁ-পায়ের উরুর মাংসপেশিতে টান লেগে চোট পেয়েছেন সাকিব আল হাসান। পরে অবশ্য মাঠেই প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যাটিং চালিয়ে যান তিনি। তবে ইনিংস তেমন একটা বড় করতে পারেননি। ৫১ বলে ৪০ রান করে আউট হন বাংলাদেশ ক্যাপ্টেন। পরে অবশ্য বোলিং এ নিজের ১০ ওভার পূর্ণ করেই মাঠ ত্যাগ করেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
পরে জানা যায়, মাঠ থেকে বের হয়েই তিনি সোজা হাসপাতালে গিয়ে স্ক্যান করান। তবে স্ক্যানের রিপোর্ট এখনো হাতে না আসায় তার ইন্জুরি কতটা গুরুতর তা বলা যাচ্ছে না। তিনি ভারতের বিপক্ষে খেলতে পারবেন কি না কিংবা ভারত ম্যাচের আগে অনুশীলনেও থাকতে পারবেন কি না তা এখনো অনিশ্চিত। তবে টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা, আগামী ম্যাচে সাকিবকে পাওয়া যাবে।
এ নিয়ে দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, সাকিব মাংসপেশিতে চোট পেয়েছে। স্ক্যান রিপোর্ট না আসায় আমরা এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছি না। আমরা আশা করছি, ভারতের বিপক্ষে সে খেলতে পারবে।
গতকাল বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ে পড়েও সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহর ব্যাটে ভর করে ২৪৫ রানের পুঁজি তোলে লাল সবুজ বাহিনী।
জবাবে ৪৩ বল ও ৮ উইকেট হাতে রেখে সহজ জয় তুলে নেয় কিউইরা।
আরও পড়ুন: ব্যাটিং অর্ডারে বারবার পরিবর্তনের ব্যাখ্যা দিতে পারলেন না শান্ত
ক্রিফোস্পোর্টস/১৪অক্টোবর২৩/এমএস/এসএ