ক্রিকেটের ভাষায় বোলার বলটি পিচে থ্রো করার সময় কোন শারীরিক গতিবিধি বা মুভমেন্ট অনুসরণ করছেন সেটিই বোলিং অ্যাকশন। স্বীকৃত ক্রিকেট ম্যাচে শৃঙ্খলা ধরে রাখতে এবং নিয়ম অনুসরণে বোলিং অ্যাকশন অন্যতম। মূলত বল থ্রো করার সময় চাকিং (chucking) প্রতিরোধে বোলিং অ্যাকশন নীতির প্রয়োজন বেশি হয়ে থাকে। স্বীকৃত ক্রিকেটে চাকিং নিষিদ্ধ, কেননা এটি ম্যাচে সাম্যতার প্রতিপক্ষ।
ক্রিকেটে বোলিং অ্যাকশন কি?
স্পিড— Speed : বোলিং প্রান্ত থেকে বোলার কত দ্রুত বলটি ফেলেন। বোলিং স্পিড মাপা হয় কিলোমিটার প্রতি ঘণ্টা হিসেবে।
থ্রোইং— Throwing : বোলার বলটি পিচে কিভাবে নিক্ষেপ করেন। এছাড়া বোলারের বাহু কতটা বাঁকা বা সোজা রেখে বলটি ছোড়া হচ্ছে তা দেখা হয়।
ডেলিভারি— Deliver:y বোলার বলটি পিচে কিভাবে থ্রো করেছেন তা দেখা হয়। থ্রো করা বলের লাইন-লেনথ ঠিক আছে কিনা তা নির্ধারণ করা হয়।
সিনক্রোনাইজেশন— Synchronization : হাত-পা ও শরীরের মধ্যে সঠিক সঙ্গতি থাকতে হয়, যেন বোলিং অ্যাকশনটি নিয়মতান্ত্রিক হয়।
আরও পড়ুন :
» সাকিবের চ্যাম্পিয়ন ট্রফি খেলার সম্ভাবনা কতটুকু, জানালেন ফারুক
» আইপিএল-২০২৫ : মেগা নিলাম শেষে কে কোন দলে?
» ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে ডকুমেন্টারি বানাবে নেটফ্লিক্স
চাকিং নিষিদ্ধ কেন?
ক্রিকেটের নিয়ম অনুসারে বোলার বল থ্রো করার সময় হাতের কনুই সোজা থাকতে হবে। কিন্তু বোলার যখন কনুই ১৫ ডিগ্রি বা তার বেশি বাঁকান তখন এটি চাকিং হয়, যা ক্রিকেটের নিয়মে নিষিদ্ধ। এটি করলে নতুন নিয়মে নো-বলের পাশাপাশি ফ্রি হিট হিসেবে গণ্য হয়।
ফেয়ার প্লে বজায় রাখতে
চাকিং করলে বোলার বলের গতি নিয়ন্ত্রণ করে ছুড়তে পারেন। এটি ব্যাটারের জন্য অস্বাভাবিক ও প্রতিকূল পরিস্থিতি তৈরি করে। এতে ম্যাচে অসামঞ্জস্য সৃষ্টি হতে পারে।
স্বাস্থ্য ঝুঁকি
চাকিংয়ে বোলারের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। এতে বোলারের কনুই ও শরীরের অন্য অংশে অতিরিক্ত চাপ পড়ে যা দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করতে পারে।
» এছাড়া চাকিং করলে বোলার অবৈধ সুবিধা পায়। এটি ফেয়ার প্লের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
» বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক— আইসিসি বোলিং অ্যাকশন নিয়ম কঠোরভাবে অনুসরণ করে।
» বোলারদের এই অ্যাকশনের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা (১৫ ডিগ্রি) মেনে চলতে বলা হয়, নয়তো বোলার নিষিদ্ধ হতে পারেন।
» ক্রিকেটে চাকিং নিষিদ্ধ করার ফলে ম্যাচে শৃঙ্খলা ও ন্যায্যতা নিশ্চিত হয়।
ক্রিফোস্পোর্টস/১ডিসেম্বর২৪/এসএ