সপ্তাহখানেক আগে পর্দা নামলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের। ফাইনাল শেষ হওয়ার বেশ কিছু দিন হয়ে গেলেও এখনও যেন এই দশম আসরটির রেশ রয়েই গেছে। সেই প্রথম আসর শেষে দীর্ঘ সময় পর এবারের আসরটি নিয়ে তেমন কোন তর্ক-বিতর্ক ও সমালোচনার মুখে পড়তে হয়নি বিসিবিকে। ক্রিকেটের ভক্ত-সমর্থকদের বিনোদন দিয়ে এবারের আসরটি নিয়ে বেশ প্রশংসাই কুড়াচ্ছে ক্রিকেট বোর্ড।
সম্প্রতি বিপিএলের আগামী আসর নিয়েও নতুন খবর ঘুরপাক খাচ্ছে গণমাধ্যমে। এক টেলিভিশন চ্যানেলকে বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, নতুন করে আরও চারটি দল বিপিএলে অংশগ্রহণ করতে আগ্রহ দেখিয়েছে এবং তারা আগামী আসরে অংশ নিতে বোর্ডের কাছে আবেদনপত্রও জমা দিয়েছে। নতুন ফ্র্যাঞ্চাইজি চারটি হলো রাজশাহী, ময়মনসিংহ, গাজীপুর ও নোয়াখালী।
মল্লিকের পর এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন বিসিবি বস এবং যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। তিনি জানান, ‘আরও কয়েকটা ফ্র্যাঞ্চাইজি বাড়ানো হবে কি না তা এখন বলা কঠিন। আমাদের নিজেদের কতটুকু সক্ষমতা আছে সেদিকটাও তো দেখতে হবে। এখানে কয়েকটা বিষয় রয়েছে। প্রথম কথা হলো, ফ্র্যাঞ্চাইজি বাড়লে আমাদের খরচ আরও বেড়ে যাবে।’
‘দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের হাতে টুর্নামেন্ট আয়োজন করার মত পর্যাপ্ত সময় নেই। আমরা যদি সময়টা আরও বেশি পেতাম তাহলে বিপিএলে ভালো বিদেশি ক্রিকেটারের সংখ্যা আরও বাড়াতে পারতাম। কিন্তু আমাদের সেই সুযোগটা নেই। ফলে বিপিএল শেষ করেই শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে হচ্ছে আমাদের। এরপর আরও সিরিজ শেষ করে বিশ্বকাপে যেতে হবে। আমাদের ক্রিকেটারদের জন্য অন্ততপক্ষে তো ন্যূনতম সময়ের প্রয়োজন রয়েছে। আর তিন নম্বর হলো, অবকাঠামোগত বিষয়। আমাদের স্টেডিয়াম থাকলেও আনুষঙ্গিক আরও যে সুযোগ-সুবিধার প্রয়োজন তার ঘাটতি রয়েছে আমাদের এখানে। বিপিএল নিয়ে আমাদের পরিকল্পনা হলো সারা দেশব্যাপী। কিন্তু এটা আগামী আসর থেকেই কার্যকর করাটা আমাদের জন্য কঠিন।’
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সামনে রেকর্ড গড়ার হাতছানি
ক্রিফোস্পোর্টস/৮মার্চ২৪/এমএস/এমটি