বিপিএল-২০২৫ শুরু হতে বাকি আর মাত্র দুই দিন। এরই মাঝে দল গোছানো শুরু করেছে ফ্রাঞ্চাইজিগুলো। ইতোমধ্যেই বিদেশি খেলোয়াড়রাও নিজ নিজ দলে যোগ দিতে শুরু করেছেন। কিন্তু এখনও শঙ্কার ছায়া ভর করে আছে সিলেট স্ট্রাইকার্সের উপর। বাংলাদেশের সেরা এবং দলটির সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার খেলা নিয়ে এখনও জল্পনা কাটেনি। আজ (শনিবার) মিরপুরের হোম অব ক্রিকেটে বিপিএল-২০২৫ এ মাশরাফির ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন ফ্রাঞ্চাইজিটির কোচ মাহমুদ ইমন।
মাশরাফি বিন মুর্তজা সিলেট স্ট্রাইকার্সের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। দলটিকে দাঁড় করাতে তাঁর অবদান অসামান্য। ফলে দলটির কোচ মাহমুদ ইমন এ বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘দলটির সঙ্গে সে দারুণভাবে জড়িয়ে আছে। তাঁর খেলার ইচ্ছা, পরিস্থিতি এবং তাঁর ফিটনেস সবমিলিয়ে বিবেচনা করতে হচ্ছে। সে এখনও আমাদের দলের স্কোয়াডে রয়েছে। যদি সে পরিস্থিতি স্বাভাবিক দেখে এবং নিজেকে ফিট মনে করে তাহলে সিলেটের জার্সিতে সে অবশ্যই মাঠে নামবে।’
ফ্রাঞ্চাইজি থেকে মাশরাফির সঙ্গে কোনোরকম যোগাযোগ করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে সিলেটের কোচ ইমন বলেন, ‘হ্যাঁ, ফ্রাঞ্চাইজি থেকে তাঁর সঙ্গে কথাবার্তা চলতেছে। বর্তমানে তাঁর ফিটনেস এবং খেলতে পারার পরিস্থিতি স্বাভাবিক আছে কি না এসব বিষয়ে আলোচনা চলছে আমাদের। তাঁর প্রস্তুতি কেমন, কতটা সময় দলকে সার্ভিস দিতে পারবেন সেটাও গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন:
» বাংলাদেশি পেসারদের প্রশংসায় পঞ্চমুখ শাহীন আফ্রিদি
» ‘পুষ্পা’ স্টাইলে নীতিশের প্রতিরোধ, চাপ সামলে হাকালেন প্রথম সেঞ্চুরি
মূলত মাশরাফির খেলা নির্ভর করছে তাঁর নিজের সিদ্ধান্ত এবং নিজের ফিটনেসের উপর। তিনি যদি ফিট থাকেন এবং খেলার সিদ্ধান্ত নেন তাহলে ফ্রাঞ্চাইজির কোনো আপত্তি নেই। এ বিষয়ে সিলেটের কোচ বলেন, ‘আমরা মাশরাফির জন্য অপেক্ষা করবো। ও যখন নিজেকে ফিট মনে করবে এবং যখন বলবে যে ও খেলার জন্য প্রস্তুত তখন আমরা ওকে দলে স্বাগত জানাবো। এর আগে ওকে জোরও করবো না, খেলানোর বিবেচনায়ও আনবো না।’
এ সময় তিনি আরও বলেন, ‘সবকিছুই তার উপর নির্ভর করছে। তারপরও সবকিছুরই একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে। যখন সেটা পার হয়ে যাবে তখন অন্য একজন খেলোয়াড়কে মাশরাফির স্থলাভিষিক্ত করা হবে।’
আগামী ৩০ ডিসেম্বর (সোমবার) বিপিএল-২০২৫ এর পর্দা উঠতে চলেছে। এরই মধ্যে দলগুলো নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত হয়ে পড়েছে। আগামী সোমবার উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।
একনজরে দেখে নেওয়া যাক সিলেট স্ট্রাইকার্সের স্কোয়াড : তানজিম হাসান সাকিব, জাকির হাসান, জর্জ মুনসি, পল স্টার্লিং, রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, জাওয়াদ আবরার, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম, রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি ও রিস টপলি।
ক্রিফোস্পোর্টস/২৮ডিসেম্বর২৪/এসআর/বিটি