Connect with us
ক্রিকেট

আরসিবিতে কি ফিরছেন মাক্সওয়েল? যা বললেন তিনি

গ্লিন ম্যাক্সওয়েল। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সি গায়ে দীর্ঘ সময় পাড়ি দিয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ফ্রাঞ্চাইজিটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কও রয়েছেন তার। তবে আসন্ন মেগা নিলামের আগে ম্যাক্সওয়েলকে ছেড়ে দিয়েছে আরসিবি। দলটি তাকে ছেড়ে দেওয়ার আগে আলোচনা করেছিল বলে জানিয়েছেন অজি এই অলরাউন্ডার।

আরসিবি তাকে ধরে না রাখার প্রসঙ্গে মাক্সওয়েল বলেন, ‘আমাকে অ্যান্ডি ফ্লাওয়ার এবং মো বোবাট ফোন দিয়েছিল। আমরা আলোচনা করেছি। তারা জানিয়েছে, আমাকে রাখা হচ্ছে না। দেড় ঘণ্টা মতো আমাদের মধ্যে আলোচনা চলেছিল। নিজেদের পরিকল্পনার কথা বলেছিল আমাকে জানিয়েছে। নতুন কেমন দল তৈরি করা হবে, তাও ব্যাখ্যা করেছিলেন তারা। তাদের সঙ্গে কথা বলে খুশি হয়েছিলাম।’

আরসিবির হয়ে আবারও খেলবেন কি-না এ নিয়ে ম্যাক্সওয়েল বলেছেন, ‘আসলে এটা বলা খুব কঠিন। এখনই এটা বলা সম্ভব নয়। তবে বেঙ্গালুরুতে ফিরতে পারলে ভালোই লাগবে। সুন্দর একটা দল আরসিবি। বেঙ্গালুরুতে থাকা সময়টা অনেক উপভোগ করেছি।’

আরসিবি কর্তৃপক্ষের পেশাদারিত্ব এবং আরচণের প্রশংসা করেছেন ম্যাক্সওয়েল।  এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সব দল এমন আচরণ করলে সম্পর্কগুলো অনেক ঘনিষ্ঠ হতো। তবে কারা কীভাবে বিষয়গুলো সামলায়, তা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না।’

২০২১ সালে আরসিবি শিবিরে যোগ দিয়েছেন ম্যাক্সওয়েল। আরসিবির জার্সিতে ৫২ টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি। ব্যাট হাতে করেছেন ১২৬৬ রান। দলটির হয়ে যে পারফরম্যান্স করেছেন তা নিয়ে অনেক খুশি বাঁ-হাতি এ অলরাউন্ডার।

এক নজরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ধরে রাখা ক্রিকেটারদের তালিকা

বিরাট কোহলি (২১ কোটি)
রজত পাতিদার (১১ কোটি
যশ দয়াল-আনক্যাপড (৫ কোটি)।

আরও পড়ুন: পাকিস্তানে যেতে আপত্তি ভারতের, লাহোরের অনুষ্ঠান স্থগিত করলো আইসিসি

ক্রিফোস্পোর্টস/১০ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট