একের পর এক নাটকীয়তার পর অবশেষে লস ব্লাঙ্কোসদের ডেরায় যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তবে তাকে দলে ভেড়াতে কোনো অর্থই খরচ করতে হয়নি রিয়াল মাদ্রিদকে। পিএসজি থেকে ফ্রি ট্রান্সফারে পাঁচ বছরের চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ জায়ান্টরা। তবে তাকে রাখতে মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে ইউরোপের চ্যাম্পিয়নদের।
গতকাল (৩ জুন) এমবাপ্পের সঙ্গে চুক্তির ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ। পিএসজির সঙ্গে তার চুক্তি শেষ হবে আগামী ৩০ জুন। এরপর ১ জুলাই রিয়াল মাদ্রিদে যোগ দেবেন তিনি। পিএসজিতে সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার ছিলেন এমবাপ্পে। এখন প্রশ্ন জাগতে পারে রিয়াল মাদ্রিদে কত টাকা বেতন পাবেন তিনি।
বিখ্যাত ব্রিটিশ সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’ বলছে, রিয়ালে বছরে দেড় কোটি থেকে ২ কোটি ইউরোর মধ্যে বেতন পাবেন এমবাপ্পে। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো দেপার্তিভো বলছে, রিয়ালে তিনি বছরে পাবেন ২৬ মিলিয়ন ইউরো, যা আয়কর কাটার পর হবে ১৫ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় যা ১৯0 কোটি টাকার চেয়ে কিছুটা বেশি।
তবে পিএসজির তুলনায় রিয়ালে এমবাপ্পের বেতন অনেকটাই কম। মুন্ডো দেপার্তিভো বলছে, পিএসজিতে বছরে ৭২ মিলিয়ন ইউরো বা ৯২০ কোটি টাকা বেতন পেতেন এমবাপ্পে। যা রিয়ালের তুলনায় অনেক বেশি ছিল।
তবে রিয়াল বেতন কমলেও বোনাস ও নিজের ইমেজ স্বত্ব থেকেও বছরে মোটা অঙ্কের টাকা আয় করবেন এমবাপ্পে। সাইনিং বোনাস হিসেবে ১৫ কোটি ইউরো পাবেন তিনি যা প্রতি মৌসুমে ভাগে ভাগে দেওয়া হবে।
আরও পড়ুন: রিয়াদ ভাই সবার সঙ্গে মেশেন, দলকে চাঙা রাখেন: শরিফুল
ক্রিফোস্পোর্টস/৪জুন২৪/বিটি