বর্তমান প্রজন্মের ফুটবলপ্রেমী যারা আছেন তাদের বড় একটা অংশ বেড়ে উঠেছেন ফুটবল তারকা লিওনেল মেসির খেলা দেখে। গোটা বিশ্বের মতো বাংলাদেশেও ছড়িয়ে ছিটিয়ে আছে মেসির অসংখ্য ভক্ত সমর্থক। যারা প্রতিনিয়ত মেসির সম্পর্কে আরও অনেক জানতে মুখিয়ে থাকেন।
লিওনেল মেসি সবাইকে ছাপিয়ে গেছেন গেল কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার ঘরে শিরোপা তুলে দিয়ে। সর্বকালের সেরা ফুটবলারদের তালিকা করলে উপরের দিকেই থাকবে এই আর্জেন্টাইন খুদে জাদুকরের নাম। যার পায়ের কারিকুরিতে লম্বা সময় মেতে আছে ফুটবল বিশ্ব।
তবে ভক্তদের মনে কি কখনো সেই প্রশ্ন জাগে না, যেই লিওনেল মেসিকে সকলে চিনেছেন ফুটবল খেলার মধ্য দিয়ে, তিনি ফুটবল ছাড়া আর অন্য কোন খেলা দেখতে বা খেলতে পছন্দ করেন? হয়তো অবশ্যই এমন প্রশ্নের উত্তর জানার ইচ্ছে থাকবে সকল মেসি রোমান্টিকদের মনে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তর দিয়েছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি ফুটবলার। যেখানে এক প্রশ্নের জবাবে লিওনের মেসি জানিয়েছেন ফুটবলের বাইরে তার কিছু পছন্দের খেলার নাম। তিনি বলেন, ‘টেনিস, বাস্কেটবল ও প্যাডেল টেনিস আমার খুব ভালো লাগে।’
বর্তমানে মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি ক্লাবে। সেই দেশে থাকার সুবাদে মেসি আজকাল শিখছেন আমেরিকান ফুটবলও। তিনি জানান, ‘আজকাল আমেরিকান ফুটবল সম্পর্কেও ধারণা নিচ্ছি। এখন এটায় একটু বেশি গুরুত্ব দিচ্ছি, বুঝতেও পারছি। এই খেলাটা দেখি, উপভোগও করি।’
এদিকে সেই সাক্ষাৎকারে নিজেকে নিয়ে লিওনেল মেসি বলেছেন, ‘কিছু সময় আমি আমার মতো করে থাকি। নিজেকে আমার রোমান্টিক মনে হয় না। আমি কিসে কাঁদি, সেটা নির্দিষ্ট করে বলা কঠিন; কিন্তু আমি খুবই আবেগপ্রবণ। নিজেকে আমি বড় হৃদয়ের মানুষ এবং খুব আবেগপ্রবণই মনে করি।’
আরও পড়ুন: ঢাকা আবাহনীর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সেরে ফেললেন জামাল
ক্রিফোস্পোর্টস/২৮মার্চ২৪/এফএএস