আজ সোমবার (২৪ জুন) রাত সাড়ে ৮ টায় মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে অস্ট্রেলিয়া। আগের ম্যাচে আফগানদের কাছে হেরে গিয়ে বড় ধাক্কা খেয়েছিল অজিরা। আজ তাই সেমিফাইনাল নিশ্চিত করতে ভারতকে হারানো ছাড়া আর কোন উপায় নেই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে। অন্য দিকে আজ ১ পয়েন্ট পেলেই সেমিফাইনাল নিশ্চিত করবে টিম ইন্ডিয়া। তবে এই ম্যাচে বৃষ্টির প্রবল আশঙ্কা দেখা দিয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস বিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদার জানিয়েছে, সেন্ট লুসিয়ার স্থানীয় সময় সকাল ৭ টা থেকে ৯ টা পর্যন্ত সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৬৫ শতাংশ। তখন থেমে থেমে বৃষ্টি ও বজ্র ঝড়ের শঙ্কাও রয়েছে।
এই এক নম্বর গ্রুপ থেকে এখনো কোন দল সেমিফাইনাল নিশ্চিত করতে পারেনি। তবে আজকের ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে যায় তাহলে অন্য ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে অজিদের। কারণ তখন উভয় দলই এক পয়েন্ট করে পাবে। ফলে ৫ পয়েন্ট নিয়ে ভারত সহজেই সেমিফাইনালে চলে যাবে। আর ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়াকে তাকিয়ে থাকতে হবে আগামীকালের বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের দিকে। আফগামিস্তান যদি বাংলাদেশকে হারিয়ে দেয় তাহলে অজিদের সেমির স্বপ্ন এখানেই শেষ হয়ে যাবে।
তবে আফগানদের যদি টাইগাররা হারাতে পারে তাহলে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে সেমির টিকিট পাবে অস্ট্রেলিয়া। কিন্তু ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচে বৃষ্টি হানা দিলে বাংলাদেশের সেখান থেকে কোন ফায়দা হবে না। সুপার এইটে টানা দুই ম্যাচ হারার পর এখনও যে সেমিতে যাওয়ার ক্ষীণ স্বপ্ন বেঁচে আছে তা নিমিষেই হাওয়ায় মিলিয়ে যাবে, এমনকি শেষ ম্যাচে জয়ের দেখা পেলেও।
আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় ভারত-অস্ট্রেলিয়া হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। আর বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটি শুরু হবে কাল ভোর সাড়ে ৬ টায়।
ক্রিফোস্পোর্টস/২৪জুন২৪/এমএস