২০২৫ আইপিএলের মেগা নিলামের বাকি মাত্র ২ দিন। ইতোমধ্যেই ফ্রাঞ্চাইজিগুলো নিজেদের দলের খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে। এবারের মেগা নিলামের আগে প্রতিটি দল তাদের ৬ জন করে খেলোয়াড়কে ধরে রেখেছে।
এবারের প্রক্রিয়ায় বেশ কিছু নিয়মিত খেলোয়াড়কে ছেড়ে দিতে হয়েছে ফ্রাঞ্চাইজিগুলোর ক্ষেত্রে। এর মধ্যে এবার ঋষভ পান্থকে ছেড়ে দিয়েছে দিল্লি এবং জস বাটলারকে ছেড়ে দিতে হয়েছে রাজস্থান রয়্যালসকে। যদিও জস বাটলারকে আবারও কেনার জোর প্রচেষ্টা চালাবে রাজস্থান।
এদিকে মিচেল স্টার্ক-ফিল সল্টের মতো নামি খেলোয়াড়দের ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলের ১৮ আসরের মেগা নিলাম আগামী ২৪ ও ২৫ নভেম্বর। এবারের আইপিএলে মেগা নিলামের চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে ৫৭৪ জন ক্রিকেটারের নাম। যার মধ্যে এবারের আইপিএলে দল পাবে ২০৪ জন ক্রিকেটার। এছাড়াও সুষ্ঠুভাবে নিলাম সম্পন্ন করতে সরাসরি নিলামের সঙ্গে যুক্ত করা হয়েছে ১১৬ জন ক্রিকেটারকে।
আরও পড়ুন:
» দুঃসংবাদ পেলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর
» চ্যাম্পিয়ন্স ট্রফি : খেলা ও রাজনীতি না মেলানোর অনুরোধ নকভির
তাছাড়া আইপিএলের ১৮ তম আসরের মেগা নিলাম জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে সৌদি আরবের জেদ্দায়। আর এই আয়োজনের মধ্য দিয়ে টেনিস, গলফ ও ফুটবলের পরে ক্রিকেটকেও নিজেদের সংস্কৃতিতে প্রবেশ করালো সৌদি আরব।
যদিও বিগত কয়েকবছর ধরে স্পোর্টসম্যানদের নিয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে সৌদির বিপক্ষে। সৌদির বিপক্ষে বিশ্বের খেলোয়াড়দের সৌদি নিয়ে এসে স্পোটসওয়াশ করার মতো অভিযোগ রয়েছে। তবে এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এবার সৌদির ক্রীড়া মন্ত্রণালয় ক্রিকেটে বিনিয়োগের ঘোষণা দিয়েছেন।
আইপিএলের এবারের মেগা নিলামে দলগুলোর বাজেটও প্রকাশ করা হয়েছে আগেভাগেই। যেখানে এবারের আসরে সবচেয়ে বেশি ১১০ কোটি ৫০ লাখ রুপি খরচ করতে পারবে পাঞ্জাব কিংস। খরচ করতে পারার তালিকায় ২য় স্থানে রয়েছেন কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাঁদের খরচ করার পরিমাণ রয়েছে ৮৩ কোটি টাকা।
এরপর ৭৩ কোটি রুপি বাজেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। গুজরাট টাইটান্স ও লক্ষ্ণৌ সুপার জায়ান্ট উভয় দলের বাজেট রয়েছে ৬৯ কোটি রুপি করে। এছাড়াও পরের ধাপগুলোতে যথাক্রমে রয়েছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। তাদের বাজেটের পরিমাণ যথাক্রমে ৫৫ ও ৫১ কোটি রুপি। যদিও বাজেট খরচ করতে যথেষ্ট সাবধানে থাকতে হবে দুই দলকেই।
এছাড়াও এরপরে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। দুই দলেরই বাজেট ৪৫ কোটি রুপি। সবশেষে একদম কম বাজেটে দল গড়তে হবে রাজস্থান রয়ালসকে। তাদের হাতে আছে মাত্র ৪১ কোটি রুপি।
ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৪/এসআর/বিটি