Connect with us
ক্রিকেট

বাবরকে নিয়ে সাবেক পাকিস্তানি তারকার এ কেমন মন্তব্য!

Babar Azam
পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ছবি - সংগৃহীত

ব্যাটারদের নিয়ে আইসিসির সবশেষ করা হালনাগাদে ওয়ানডে ক্রিকেটে এখনো শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। অথচ তিনি সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ বিশ্বকাপে। এজন্যই আইসিসি ও বাবরকে নিয়ে অদ্ভুত এক মন্তব্য করে বসলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলী। তিনি দাবি করেন, বাবর আজম ভালো খেলুক এটা আইসিসি চায় না। 

সবশেষ র‍্যাঙ্কিংয়ে ভারত অধিনায়ক রোহিত তার ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। আর দুইয়ে থাকা শুভমান গিল দুই থেকে নেমে গেছেন তিন নম্বরে। চারে আরেক ভারতীয় তারকা বিরাট কোহলি এবং পাঁচে জায়গা পেয়েছেন আইরিশ ব্যাটার হ্যারি টেক্টর। তবে গত বছরের ডিসেম্বরে শেষ বার ওয়ানডে খেলা বাবর আজম এখনো র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেই আছেন।

এই বিষয়টিই মানতে পারছেন না বাসিত আলী। এছাড়াও আইসিসিকে পাকিস্তান অধিনায়কের ‘দুশমন’ বলেও মন্তব্য করেন এই সাবেক ক্রিকেটার। আইসিসির করা র‍্যাঙ্কিং নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, ‘র‍্যাঙ্কিংয়ে দেখলাম বাবর আজম এখনো শীর্ষে। তারপরেই আছে রোহিত শর্মা, শুভমান গিল ও বিরাট কোহলি। অথচ শীর্ষ পাঁচের মধ্যে ট্রাভিস হেড এবং রাচিন রবীন্দ্রর নাম পেলাম না। তাই তালিকার বাকি অংশ দেখার আর প্রয়োজন বোধ করিনি।’

আরো পড়ুন : বিশ্বকাপে আইসিসির বিকল্প ভেন্যু হিসেবে বিবেচনায় আরব আমিরাত

‘আমি বুঝি না, র‍্যাঙ্কিংয়ে বাবর আজম কিভাবে এখনো শীর্ষে থাকে। গিল কিভাবে শীর্ষ পাঁচে থাকে! আমার মনে হয়, আইসিসি চাচ্ছে বাবর যেন আর পারফর্ম না করে। ও যেন র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে থেকেই সন্তুষ্ট থাকে। এই তালিকা আসলে কারা বানায়?’ – যোগ করেন বাসিত।

বাসিত আলী আরও বলেন, ‘অথচ সে (বাবর) শেষ বার ওয়ানডে খেলেছে বিশ্বকাপে। সেখানে ও কোনো সেঞ্চুরিও পায়নি। অথচ ডি কক, রাচিন, কোহলি, হেড ওরা সবাই তি-চারটা করে শতক হাঁকিয়েছিল। পাকিস্তানের ফখর-রিজওয়ানও একটি করে সেঞ্চুরি পেয়েছিল। এরপরও বাবর কিভাবে শীর্ষে থাকে! আমায় ক্ষমা করুন, এই র‍্যাঙ্কিং কিভাবে তৈরি করছে?’

এছাড়াও আইসিসিকে বাবরের ‘দুশমন’ উল্লেখ করে বাসিত বলেন, ‘আপনি বাবরকে জিজ্ঞেস করে দেখেন, আমার মনে হয় সে নিজেও র‍্যাঙ্কিংয়ের শীর্ষে এখন নিজেকে রাখবে না। অন্য কারো নাম বলবে।’

ক্রিফোস্পোর্টস/১৬আগস্ট২৪/এমএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট