ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণ হিসেবে টেস্ট ক্রিকেট৷ খেলোয়াড়দের কাছেও টেস্ট ক্রিকেট যেমনি এক ভিন্ন আবেদনের সৃষ্টি করে, তেমনি এটি এক আবেগের নাম। প্রায় প্রত্যেক ক্রিকেটারদের স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেটে জার্সি গায়ে নিজের দেশকে প্রতিনিধিত্ব করা। তবে ছেলে ও মেয়েদের টেস্ট ক্রিকেটে রয়েছে বেশ কিছু মৌলিক পার্থক্য৷ এর মধ্যে অন্যতম হলো ম্যাচের সময়সীমা।
মেয়েদের টেস্ট ক্রিকেটের যত নিয়ম
দিনের সংখ্যা
ছেলে ও মেয়েদের টেস্ট ক্রিকেটের একটি অন্যতম প্রধান পার্থক্য হলো ম্যাচে দিনের সংখ্যা৷ সাধারণত টেস্ট ক্রিকেটকে আমরা পাঁচ দিনের ম্যাচ বলতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে ছেলেদের টেস্টে ক্রিকেটে পাঁচ দিনের ম্যাচ হলেও, মেয়েদের ক্ষেত্রে চার দিনের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়।
ম্যাচে ওভারের সংখ্যা কত?
টেস্ট ম্যাচের একেকটি দিন কাটে ৯০ ওভারের বোলিংয়ে৷ তিন সেশনে ৩০ ওভার করে ৯০ ওভারে সমাপ্ত হয় একেকটি দিন। ছেলেদের টেস্ট ক্রিকেটেও এই নিয়ম চলে আসছে দীর্ঘদিন ধরে৷ তবে মেয়েদের টেস্ট ক্রিকেটে ৯০ ওভারের পরিবর্তে প্রতিদিন ১০০ ওভারে ম্যাচ অনুষ্ঠিত হয়৷ এমনকি মেয়েদের ক্রিকেটের প্রতি ওভারের জন্য গড়ে ৩.৬ মিনিট বেধে দেওয়া হয়েছে, অন্যদিকে ছেলেদের জন্য ওভার প্রতি সময় রয়েছে প্রায় ৫ মিনিট।
বলের ভিন্নতা
ছেলে ও মেয়েদের টেস্ট ক্রিকেটের একটি অন্যতম পার্থক্য হলো বলের ভিন্নতা৷ টেস্ট ক্রিকেটে একটি বলের ওজন সাধারণ কতটুকু? এক বাক্যে বলা যায়, ছেলেদের টেস্টে বলের ওজন সাধারণত ১৫৬ গ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকে৷ তবে এ নিয়মের ভিন্নতা দেখা যায় মেয়েদের ক্রিকেটে৷ মেয়েদের টেস্ট ক্রিকেটে একটি বলের ওজন ছেলেদের তুলনায় প্রায় ১৪ গ্রাম কম থাকে৷ অর্থাৎ টেস্ট ক্রিকেটে মেয়েদের বলের ওজন ১৪২ গ্রাম।
মাঠের যত দুরত্ব
ছেলে ও মেয়েদের ক্রিকেটের যেকোনো সংস্করণেই মাঠের দুরত্বের মধ্যে রয়েছে বেশ বড় পার্থক্য৷ টেস্ট ক্রিকেটও এর ব্যতিক্রম নয়। ছেলেদের টেস্ট ক্রিকেটে সাধারণত মাঠের পরিসীমা ৫৯ থেকে ৮২ মিটার পর্যন্ত হয়ে থাকে৷ অন্যদিকে মেয়েদের টেস্ট মাঠের পরিসীমা অনেকটাই কম৷ সাধারণত ৫৫ থেকে সর্বোচ্চ ৬৪ মিটারের মধ্যে মেয়েদের টেস্ট মাঠের পরিসীমা সীমাবদ্ধ থাকে৷
আরও পড়ুন: ক্রিকেটে ‘স্টপ ক্লক’ পদ্ধতি কী? এক নজরে আদ্যোপান্ত
ক্রিফোস্পোর্টস/১৯মার্চ২৪/টিএইচ/এমটি