Connect with us
ক্রিকেট

প্লে-অফ নিশ্চিতে ধোনি-কোহলিদের সামনে কেমন সমীকরণ?

CSK vs RCB_equation to ensure playoffs
প্লে-অফ নিশ্চিতে নিজেদের শেষ ম্যাচে লড়বে চেন্নাই-বেঙ্গালুরু। ছবি- সংগৃহীত

আইপিএলের গ্রুপ পর্বের শেষ সময়ে এসে প্লে-অফ নিশ্চিতের লড়াই যেন বেশ জমে উঠেছে। ইতোমধ্যে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস প্লে-অফে নিজেদের জায়গা পাকাপোক্ত করে ফেলেছে। এমনকি শাহরুখের দলের তো সেরা দুইয়ের মধ্যেই জায়গা নিশ্চিত। তবে রাজস্থানসহ বাকি তিন দলেরই এখনো প্লে অফের সেরা দুইয়ে যাওয়ার সম্ভাবনা টিকে আছে। আর আরসিবি লড়াই করছে টেবিলের চার নম্বর স্থানের জন্য।

রাজস্থান ছাড়া বাকি তিনটি দল সানরাইজার্স হায়দরাবাদ, চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

সানরাইজার্স হায়দরাবাদ:

টেবিলের দুইয়ে থাকা রাজস্থানের পয়েন্ট ১৬। আর ১৩ ম্যাচে হায়দরাবাদের পয়েন্ট ১৫। তাদের নেট রানরেট ০.৪০৬। ঘরের মাঠে পাঞ্জাবকে যদি হায়দরাবাদ হারিয়ে দিতে পারে এরপরও তাদের পয়েন্ট হবে ১৭। তাই সেক্ষেত্রে রাজস্থানের পরাজয় কামনা করা ছাড়া হায়দরাবাদের আর কিছুই করার থাকবে না।

তবে হায়দরাবাদের ম্যাচ যদি বৃষ্টিতে পণ্ড হয়ে যায় এবং রাজস্থানও নিজেদের শেষ ম্যাচে হেরে যায়, তখন কিন্তু দুই দলেরই সমান ১৬ পয়েন্ট হবে। কিন্তু এরপরও হায়দরাবাদ দুই নম্বরে আসতে পারবে না। কারণ পয়েন্ট সমান হয়ে গেলে তখন কোন দল বেশি ম্যাচ জিতেছে সেই হিসাব করা হয়। সেই হিসেবে হায়দরাবাদের জয় ৭ ম্যাচে আর রাজস্থানের ৮ ম্যাচে।

রাজস্থান রয়্যালস:

রাজস্থান বর্তমানে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে। তবে এই স্থান সুনিশ্চিত করতে শেষ ম্যাচে কলকাতাকে তাদের হারালেই চলবে। হেরে গেলেও শিল্পা শেঠির দল দুইয়ে থাকতে পারবে কিন্তু সেক্ষেত্রে হায়দরাবাদ ও চেন্নাই কোন দলেরই জেতা যাবে না। আবার অন্যদিকে রাজস্থান চারেও নেমে যেতে পারে যদি তারা কলকাতার কাছে হেরে যায়, হায়দরাবাদ পাঞ্জাবকে হারিয়ে দেয় ও বেঙ্গালুরুকে হারিয়ে দেয় চেন্নাই।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:

ফাফ ডু প্লেসির দল ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শেষ চারের জন্য লড়াই করছে। এক্ষেত্রে সবার প্রথমে তাদের জয় নিশ্চিত করতে হবে শেষ ম্যাচে, তারপর বাকি হিসাবনিকাশ। জয়ের মধ্যেও কোহলিদের সমীকরণ রয়েছে। ২০০ রান সংগ্রহ করে তাদের হয় ১৮ রানের ব্যবধানে অথবা ১১ বল বাকি থাকতে জিততে হবে।

চেন্নাই সুপার কিংস:

১৩ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফ থেকে মাত্র ১ পয়েন্টের দূরত্বে রুতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই। অর্থাৎ বৃষ্টিতে খেলা মাঠে না গড়ালেও খুশিই হওয়ার কথা ধোনিদের। তবে দুই নম্বরে স্থান নিশ্চিত করতে জয়ের বিকল্প নেই চেন্নাইয়ের সামনে। সাথে কলকাতার জয়ের সঙ্গে হায়দরাবাদের এক পয়েন্টের বেশি পাওয়া যাবে না।

আরও পড়ুন: আফগানিস্তানের বিশ্বকাপ জার্সি উন্মোচন মুগ্ধ করলো সবাইকে (ভিডিও) 

ক্রিফোস্পোর্টস/১৭মে২৪/এমএস/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট