২০২৩ বিশ্বকাপে অনেক স্বপ্ন জয়ের আশা শুনিয়েই দেশ ছেড়েছিল সাকিব আল হাসানের দল। কিন্তু সময়ের সাথে সাথেই বাস্তবতায় মুখ থুবড়ে পড়েছে সে স্বপ্নগুলো। চলতি আসরে এ পর্যন্ত খেলা ৭ ম্যাচের ৬ টিতেই হেরে বিশ্বকাপের দলগুলোর মধ্যে সবার প্রথমে আনুষ্ঠানিকভাবে বিদায় হয়েছে বাংলাদেশের।
স্বপ্ন জয়ের আশা স্বপ্নই থেকে গেলেও একেবারে খালি হাতে ফিরছে না বাংলাদেশ। সবার আগে বিশ্বকাপ থেকে বাদ গেলেও আইসিসি থেকে মোটা অঙ্কের প্রাইজমানি পাবে সাকিব-লিটনরা।
প্রথম রাউন্ড থেকে বাদ পড়া ছয় দলের মধ্যে প্রতিটি দলই পাবে ১ লাখ ডলার করে, বাংলাদেশী মুদ্রায় যার মূল্য ১ কোটি ১০ লাখ টাকা। এই আসরে গ্রুপ পর্বে মোট ৪৫ টি ম্যাচ হবে। প্রতিটি ম্যাচের জয়ী দল পাবে ৪৩ লাখ ৮৯ হাজার টাকা। এখন পর্যন্ত হিসেব করলে বাংলাদেশ দল দেড় কোটি টাকার মতো পাবে।
আগামী ৭ ও ১১ নভেম্বর নিয়ম রক্ষার ম্যাচ খেলতে সাকিব-লিটনদের প্রতিপক্ষ শ্রীলংকা এবং অস্ট্রেলিয়া। এই দুই ম্যাচ বাংলাদেশ জিততে পারলে টাকার অঙ্কটা আরো বাড়বে।
২০২৩ বিশ্বকাপে মোট ১ কোটি মার্কিন ডলার প্রাইজমানি হিসেবে ঘোষণা করে আইসিসি। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৪৪ কোটি টাকা) এবং রানার্স আপ পাবে ২০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ২২ কোটি টাকা)।সেমিফাইনাল থেকে বাদ পড়া দল ৮ লাখ ডলার করে পাবে। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ৮ কোটি ৭৮ লাখ টাকা।
আরও পড়ুন: মাহমুদউল্লাহ রিয়াদ: যেন এক ক্লান্ত ও নিঃসঙ্গ পথচারী
ক্রিফোস্পোর্টস/০১নভেম্বর২৩/এমএস/এমটি