সম্প্রতি পাকিস্তান সিরিজ শেষে বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরলেও সঙ্গে আসেননি জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেখান থেকেই ছুটিতে নিজ দেশে ফিরে যান এই লঙ্কান কোচ। এর জানা গিয়েছিল গত বৃহস্পতিবার রাতে দেশে ফেরার কথা ছিল এই টাইগার মাস্টার মাইন্ডের।
জানা যায় ছুটি কাটিয়ে এখনও দলের সঙ্গে যুক্ত হননি হাথুরুসিংহে। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগ জানিয়েছিল, ছুটি শেষ করে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিরে আসবেন হাথুরু। এরপর ১৩ ও ১৪ তারিখ দলের সঙ্গে অনুশীলনে থাকবেন তিনি।
এদিকে আগামীকাল ভারত সফরের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যেখানে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। শান্ত বাহিনী দেশ ছাড়ার আগের দিন, এখন পর্যন্ত বাংলাদেশে এসে পৌঁছায়নি লঙ্কান হেড কোচ।
আরও সপ্তাহখানেক আগেই হাথুরুসিংহের দেশে ফেরার দিনক্ষণ বিসিবি জানালেও কেন এই কোচ সময় মতো দেশে ফেরেনি, তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই বিষয়ে এখন পর্যন্ত কিছু জানায়নি ক্রিকেট বোর্ড। এদিকে লজিস্টিক ডিপার্টমেন্টের এক সূত্রমতে শোনা যায় আজ রাতে দেশে ফিরতে পারেন প্রধান কোচ।
তবে গুঞ্জন আছে সাকিব আল হাসানের মতো তিনিও হয়তো সরাসরি ভারতে যোগ দিবেন দলের সঙ্গে। যদিও অনেকে বলছেন দেশের ক্রিকেটে তার অধ্যায় ফুরিয়ে আসছে। অবশ্য গত সপ্তাহে ক্রিকেট বোর্ডের নতুন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছিলেন, প্রধান কোচ দেশে ফিরবেন এবং ভারত সিরিজও থাকবেন।
আরও পড়ুন: বাংলাদেশ বনাম ভারত : এক নজরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি
ক্রিফোস্পোর্টস/১৪সেপ্টেম্বর২৪/এফএএস