Connect with us
ফুটবল

উয়েফা নেশনস লিগ কি, এটি কী ইউরোর মতোই?

uefa nations league and euro championship
ইউরোপীয় দেশগুলোকে নিয়ে আয়োজিত হলেও— দুটি টুর্নামেন্টের মধ্যে পার্থক্য রয়েছে। ছবি- গুগল

ইউরোপের ফুটবলে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা— উয়েফা (UEFA) প্রতি দুবছর অন্তর নেশনস লিগের (UEFA Nations League) আয়োজন করে। ২০১৮ সালে ইউরোপের দেশগুলোকে নিয়ে প্রথমবারের মতো এ লিগ শুরু হয়। এর উদ্দেশ্য ছিল- ইউরোপের ছোট ও কম শক্তিশালী দেশগুলোকেও প্রতিযোগিতার মঞ্চে সুযোগ করে দেওয়া। যাতে দলগুলোর উন্নতির পথ সুগম হয়। এটি মূলত প্রীতি ম্যাচের বিকল্প কাঠামো।

তবে উয়েফা নেশনস লিগ ও উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপ ইউরোপীয় দেশগুলোকে নিয়ে আয়োজিত হলেও— দুটি টুর্নামেন্টের মধ্যে পার্থক্য রয়েছে।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মূলত ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও বিশ্বকাপের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবল আসর। যা প্রতি চার বছর পর পর আয়োজন করা হয়।

উয়েফা নেশনস লিগ আয়োজনের পদ্ধতি

এই টুর্নামেন্টটি চারটি লিগ (এ, বি, সি ও ডি) পদ্ধতিতে আয়োজিত হয়। যেখানে উয়েফার সদস্য দেশগুলোর সাম্প্রতিক পারফরম্যান্স বিচার করে চার লিগে ভাগ করে দেওয়া হয়। লিগ ‘এ’তে থাকে সাম্প্রতিক পারফরম্যান্সে সেরা দলগুলো। পর্যায়ক্রমে কম র‍্যাংকিংয়ের দলগুলোকে পরবর্তী লিগগুলোতে রাখা হয়। প্রতিটি লিগের দলগুলোকে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলে। সব লিগের সেরা দলগুলো পরবর্তী সিজনে উপরের লিগে প্রমোশন পায়। এতে লিগ এ-তে থাকা দল বি-তে চলে যায়।

এভাবে অন্য লিগে ভালো করা দলগুলো আগের লিগে চলে আসে। পরবর্তীতে লিগ এ-তে যারা গ্রুপ বিজয়ী তারা সেমিফাইনাল ও ফাইনালে অংশ নেয়।


আরও পড়ুন :

» বার্সার ১২৫তম জন্মদিনে মেসির আবেগঘন বার্তা

» ভারত-পাকিস্তান দ্বৈরথ, চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে বিসিবির নতুন চাওয়া

» গ্লোবাল সুপার লিগ ঘিরে নিজেদের পরিকল্পনার কথা জানালেন সোহান


উয়েফা নেশনস লিগে প্রথম চ্যাম্পিয়ন যে দেশ

২০১৮-২০১৯ মৌসুমে উয়েফা নেশনস লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল। নেদারল্যান্ডসকে প্রথম নেশনস লিগ শিরোপা জয়ের গৌরভ অর্জন করে দেশটি। ফাইনালের মঞ্চে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারায় পর্তুগাল। পর্তুগিজদের হয়ে ম্যাচে একমাত্র গোলটি করেন স্ট্রাইকার গনসালো গুয়েদেস।

উয়েফা নেশনস লিগের প্রথম শিরোপা হাতে ক্রিস্টিয়ানো রোনালদো (Nations League)। ছবি- গুগল

নেশনস লিগ চ্যাম্পিয়ন-রানার্স-আপ যারা

আসরচ্যাম্পিয়নরানার্স-আপভেন্যু
২০১৮-১৯পর্তুগালনেদারল্যান্ডসপর্তুগাল
২০২০-২১ফ্রান্সস্পেনইতালি
২০২২-২৩স্পেনক্রোয়েশিয়ানেদারল্যান্ডস

নেশনস লিগ আয়োজনের উদ্দেশ্য

» প্রীতি ম্যাচের পরিবর্তে প্রতিযোগিতামূলক আয়োজন করা।
» নেশনস লিগের মাধ্যমে ইউরো চ্যাম্পিয়নশিপ খেলতে দলগুলোর সামনে নিজেদের প্রমাণে বিকল্প সুযোগ তৈরি হয়।
» এই লিগের মাধ্যমে নতুন প্রতিভাবান ফুটবলার বেরিয়ে আসে।

Euro 2024

ইউরো চ্যাম্পিয়নশিপ ট্রফি (Euro)। ছবি- গুগল

উয়েফা নেশনস লিগ ও উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের মধ্যে মূল পার্থক্য

উয়েফা নেশনস লিগইউরো চ্যাম্পিয়নশিপ
» নেশনস লিগ শুরু হয় ২০১৮ সালে।» ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু হয় ১৯৬০ সালে।
» লিগ ভিত্তিক প্রতিযোগিতা।» নকআউট টুর্নামেন্ট।
» দুবছর অন্তর অনুষ্ঠিত হয়।» চার বছর পর পর অনুষ্ঠিত হয়।
» উয়েফার ৫৫ সদস্য দেশই অংশ নিতে পারে।» কোয়ালিফাই রাউন্ড পার হয়ে ২৪টি দল মূল টুর্নামেন্টে সুযোগ পায়।

ক্রিফোস্পোর্টস/৩ডিসেম্বর২৪/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল