Connect with us
ক্রিকেট

এশিয়া কাপের পারফরম্যান্স নিয়ে যা বললেন জাহানারা

What Jahanara said about the Asia Cup performance
জাহানারা আলম। ছবি- সংগৃহীত

এবারের নারী এশিয়া কাপে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। মিশন শেষে রোববার (২৮ জুলাই) দেশে ফিরেছে নিগার সুলতানা জ্যোতির দল। দেশে পা রেখে সংবাদমাধ্যমের সঙ্গে এবারের টুর্নামেন্টের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম।

এবারের এশিয়া কাপে হার দিয়ে মিশন শুরু করে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে পাত্তাই পায়নি টাইগ্রেসরা। তবে পরবর্তী দুই ম্যাচে দারুণভাবে প্রত্যাবর্তন করে লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ড ও তৃতীয় ম্যাচে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে নিগার সুলতানা জ্যোতির দল।

গ্রুপ পর্বে তুলনামূলক নীচু সারির দলের সঙ্গে দাপট দেখালেও সেমিফাইনালে শক্তিশালী ভারতের বিপক্ষে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ১০ উইকেটের বড় ব্যবধানে হেরে বিদায় নিয়েছে টাইগ্রেসরা। যার ফলে এবারের আসরেও ব্যর্থ মেয়েরা। আর এই ব্যর্থতার দায় শিকার করেছে প্রায় এক বছর পর জাতীয় দলে ফেরা জাহানারা আলম।

আরও পড়ুন:

» তামিমকে জাতীয় দলে চান বিসিবি সভাপতি

» নারী এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা 

এই অভিজ্ঞ ক্রিকেটার বলেন, ‘পুরো আসরের পারফরম্যান্স বিবেচনা করলে আমরা আবারও ব্যর্থ। আমাদের সামনে কিছুটা সময় রয়েছে। এ নিয়ে আমরা কাজ করব।’

চলতি বছর ঘরের মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। আসন্ন এই টুর্নামেন্টে ভালো করার প্রত্যাশা জানিয়ে জাহানারা বলেন, ‘যেহেতু বিশ্বকাপ আমাদের ঘরের মাটিতে, তাই সবার চাওয়াটাও থাকবে অনেক বেশি। আমি মনে করি আমাদের ভুলত্রুটিগুলো উতরে ব্যাটিং ইউনিট হিসেবে দারুণ পারফরম্যান্স করতে পারলেই ভালো ফলাফল আসবে।’

ক্রিফোস্পোর্টস/২৮জুলাই২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট