Connect with us
ফুটবল

ভারত ম্যাচের আগে ফাহমিদুল প্রসঙ্গে যা বললেন হাভিয়ের কাবরেরা

Fahamedul Islam and Javier Cabrera
ফাহমিদুল ইসলাম ও হাভিয়ের কাবরেরা। ছবি- সংগৃহীত

হামজা চৌধুরীর আগমনে গেল কিছুদিন ধরেই প্রশান্তির সুবাতাস বইছিল বাংলাদেশের ফুটবল পাড়ায়। তবে ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে দলে না রাখা প্রসঙ্গে বেশ অস্বস্তিতে পড়েছে ফুটবল ফেডারেশন। এমন ঘটনায় অসন্তোষ দেখা দিয়েছে দেশের ফুটবল সমর্থকদের মাঝে। প্রতিবাদে রাস্তায় বিক্ষোভও করেন তারা।

মূলত এখানে সিন্ডিকেট করে ফাহমিদুলকে দল থেকে বাদ দেওয়া হয়েছে– এমন অভিযোগ করেন বিক্ষুব্ধ ফুটবল ভক্তরা। এমনকি এই ঘটনায় বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার প্রতি নিজেদের অসন্তোষ প্রকাশ করেন তারা। যদিও এর কারণ হিসেবে কাবরেরা জানিয়েছিলেন আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য এখনও প্রস্তুত নন ফাহমিদুল। যদিও এমন যুক্তি মানতে রাজি নন কেউ।

জল অনেক দূর গড়ালেও শেষ পর্যন্ত কোচের সিদ্ধান্তই ছিল বহাল। ফাহমিদুলকে ছাড়াই ভারত সফরে গিয়েছে বাংলাদেশ দল। গতকাল সেখানে নিজেদের প্রথম অনুশীলন সেশন সম্পন্ন করেন হামজা-জামালরা। দিনের অনুশীলন শেষ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন কাবরেরা। সেখানে আবারও উঠে আসে ফাহমিদুলের প্রশ্ন।


আরও পড়ুন:

» উরুগুয়েকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের পথে এগিয়ে গেল আর্জেন্টিনা

» টানা দুই ম্যাচে ‘ডাক মারা’ হাসানের সেঞ্চুরিতে নতুন ইতিহাস


তবে বাংলাদেশ দলের এখন সম্পূর্ণ মনোযোগ কেবল ভারত ম্যাচ কেন্দ্রিক বলে জানান এই স্প্যানিশ কোচ, ‘আমাদের সম্পূর্ণ মনোযোগ ভারত ম্যাচ। ভারতের বিপক্ষে অন্য যে কোনো ম্যাচের চেয়ে আমরা প্রস্তুত। আমার সময়ের (বাংলাদেশে তার কোচিংয়ের তিন বছর) যে কোনো মুহূর্তের চেয়ে এখন বেশি প্রস্তুত।’

ফাহমিদুল ইস্যুতে ক্যাবরেরা বলেন, ‘আমি গত এক মাস ধরে তাকে অনুসরণ করছি। আমি তাকে খুব ভালোভাবে চিনি। সে আমাদের সঙ্গে এক সপ্তাহ ছিল। তবে আমার মনে হয়েছে তার আরও সময় দরকার। তাই আমি এ সিদ্ধান্ত নিয়েছি। সে প্রতিভাবান খেলোয়াড়, খুবই তরুণ। তবে ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলার জন্য বাকি যারা আছে তারা তার চেয়ে বেশি প্রস্তুত৷’

আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। আর সেখানেই লাল সবুজের জার্সিতে অভিষেক ঘটার কথা রয়েছে হামজা চৌধুরীর।

ক্রিফোস্পোর্টস/২২মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল