চ্যাম্পিয়ন ট্রফি ঘিরে ভারত-পাকিস্তান— দুদেশের মধ্যে চলছে চরম উত্তেজনা। একদিকে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে খেলতে যেতে রাজি নয় ভারত। অন্যদিকে পাকিস্তানও তাদের মাটিতে এককভাবে চ্যাম্পিয়ন ট্রফি আয়োজনে দৃঢ়প্রতিজ্ঞ। এরই মাঝে আইসিসির সভায় নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ৩৬ বছর বয়সী ভারতীয় ক্রীড়া সংগঠক জয় শাহ।
আইসিসির নতুন চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ সেটা আগে থেকেই অনুমেয় ছিল। আজ (১ডিসেম্বর) আইসিসি সভা শেষে নতুন চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জয় শাহ। এর আগে এই জায়গায় ছিলেন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে। ২০২০ সালে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি।
এদিকে মাত্র ৩৬ বছর বয়সেই আইসিসির চেয়ারম্যান হয়ে গড়লেন আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হওয়ার রেকর্ডও। এর আগে এত কম বয়সে এত গুরু দায়িত্ব কেউ পালন করেনি। এছাড়াও তিনি আইসিসির ফিন্যান্স এন্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটির প্রধান এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাছাড়া তিনি বিসিসিআইয়ের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু আইসিসির চেয়ারম্যান হওয়ায় তাকে ছাড়তে হবে সেই পদ।
আরও পড়ুন :
» সাকিবের চ্যাম্পিয়ন ট্রফি খেলার সম্ভাবনা কতটুকু, জানালেন ফারুক
» ক্রিকেটে বোলিং অ্যাকশন কি, চাকিং যে কারণে মানা
» জ্যোতিদের আবদারে এবার অনুষ্ঠিত হবে নারী বিপিএল?
এদিকে দায়িত্ব নেওয়ার প্রথম দিনই সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জয় শাহ বলেন, আইসিসির সদস্য দেশগুলোর প্রতি আমি কৃতজ্ঞ আমার প্রতি আস্থা ও বিশ্বাস রাখার জন্য। একইসঙ্গে আইসিসির এই দায়িত্ব নিতে পেরে আমি সম্মানিত।
এসময় জয় শাহ বলেন, ২০২৮ সালের লস এঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি আমরা। ক্রিকেট এখন বিশ্বের একটি গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে খেলাটাকে বৈশ্বিক পর্যায়ে পৌঁছে দিতে আপ্রাণ চেষ্টা থাকবে আমাদের। এতে বিশ্বের আরও সমর্থক যুক্ত হবে ক্রিকেটের সঙ্গে।
এসময় সব ফরম্যাটের সমান গুরুত্ব এবং নারী ক্রিকেটের উন্নয়নের বিষয়ে জয় শাহ বলেন, সব ফরম্যাটকে সমানভাবে গুরুত্ব দেওয়া এবং নারী ক্রিকেটের উন্নয়ন বৃদ্ধি এখন আমাদের বড় চ্যালেঞ্জ। তবে আমি আইসিসির সদস্য দেশগুলোর সহায়তা ও সমর্থন নিয়ে কাজ মুখিয়ে রয়েছি। আমরা ক্রিকেটটাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চায়। এতে করে ক্রিকেটে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
তবে জয় শাহর সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন করা।
একদিকে ভারত পাকিস্তানে খেলতে যেতে চায় না। অন্যদিকে পাকিস্তানও নিজেদের মাটিতে চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন করতে অনড়। এখন দেখার বিষয় কিভাবে এই সংকট মোকাবিলা করেন নতুন আইসিসি চেয়ারম্যান।
উল্লেখ্য, পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির চেয়ারম্যানের পদে বসেছেন জয় শাহ। এর আগে দায়িত্ব পালন করেছেন আরও ৪ ভারতীয় ক্রিকেট সংগঠক। তারা হলেন- জাগমোহন ডালমিয়া, শারাদ পাওয়ার, এন শ্রীনিবাসন এবং শশাঙ্ক মানোহার।
ক্রিফোস্পোর্টস/১ডিসেম্বর২৪/এসআর/এসএ