‘নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজটায় আমরা অনেক ভাগ্যবান ছিলাম যে আমরা পার পেয়ে গিয়েছিলাম। শেষ ম্যাচে একটু এদিকসেদিক হলেই আমরা সিরিজটা হারতে পারতাম। বাংলাদেশ ক্রিকেট দল গত কয়েক বছরে বেশ শক্তিশালী হয়েছে। বিশেষ করে পেস বোলিং বিভাগে’- এভাবেই বাংলাদেশ ক্রিকেটের প্রশংসা করলেন জিমি নিশাম।
মূলত গেল বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের মাটিতে ৩ ম্যাচের টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ দল। সেখানে টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের সঙ্গে ১-১ ড্র করলেও ওয়ানডে সিরিজে টাইগাররা পরাজিত হয় ১-২ ব্যবধানে। তবে সেই সিরিজে টাইগারদের দুর্দান্ত পেস বোলিং মনে ধরেছিল জিমি নিশামের।
গতকাল চট্টগ্রামে রংপুর রাইডার্সের হয়ে অনুশীলনের পর গণমাধ্যমের মুখোমুখি হন জিমি নিশাম। সেখানে তিনি টাইগার পেসারদের নিয়ে প্রশংসা করে বলেন, ‘আমরা অনেকটা বুলি করতাম বাংলাদেশ ক্রিকেট দলকে আমাদের কন্ডিশনে। সেখানে অনেক বাউন্স ও গতি থাকত। তবে গত কয়েকটি সফরে তারা এখানে ভালো করেছে।’
গেল বছর নিউজিল্যান্ড সফরে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন শরিফুল ইসলাম। দুই সিরিজেই শরিফুল শিকার করেছিলেন ৬টি করে উইকেট। তাকে নিয়ে নিশাম বলেন, ‘শরিফুলের মত পেসার উঠে এসেছে, যে বল ভালো সুইং করাতে পারে এবং বাউন্সও পায় বেশ ভালো। নিউজিল্যান্ডে দারুণ একটি সফর কাটিয়েছে তারা, খুশিই হবে হয়ত।’
এখন বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ হিসেবে মনে করার কোন সুযোগ নেই যেকোন দলের জন্যেই, এমনটাই মনে করেন নিশাম, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের কোনোভাবেই আর হালকাভাবে নেওয়া যাবে না। সহজেই জিতে যাব ভেবে বসে থাকা যাবে না। তারা দারুণ চ্যালেঞ্জিং একটি দল হবে বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে।’
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয়, বাংলাদেশের ক্রিকেটাররাও বিশ্বের নানা প্রান্তে টি-টোয়েন্টি ক্রিকেট খেলে বেড়ায় আমাদের মতই। ফলে এখানে কোনো অজুহাতের কিছু নেই। ফলে তাদেরও কন্ডিশন সম্পর্কে ধারণা আছে। এখানে অবাক হওয়ার কিছু থাকবে না।’
আরও পড়ুন: ‘স্বপ্নের রাতে’ শৈশবের ক্লাবকে হারাতে পারলেন না মেসি
ক্রিফোস্পোর্টস/১৬ফেব্রুয়ারি২৪/এফএএস