Connect with us
ফুটবল

রোনালদোর ১ হাজার গোল করা নিয়ে যা বললেন জন টেরি

cristiano ronaldo
জন টেরি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

কিছুদিন আগেই গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের স্বপ্নের কথা বলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেখানে রোনালদো বলেন তাঁর স্বপ্ন প্রথম ফুটবলার হিসেবে ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করা। যদিও সেটা করতে পারবে কি না সেটা নিয়ে যথেষ্ট সন্দিহান রোনালদো নিজেই।

নিজের রেকর্ড গড়া নিয়ে রোনালদোর শঙ্কা থাকলেও সাবেক চেলসি অধিনায়ক জন টেরি মনে কোনো শঙ্কা নেই। জন টেরি মনে করেন নিশ্চিতভাবে রোনালদো প্রথম ফুটবলার হিসেবে ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন।

রোনালদোকে নিয়ে টেরির এই মন্তব্যের পিছনে রয়েছে ক্যারিয়ারের শেষ বেলায় এসেও এমন অনবদ্য পারফরম্যান্স। ইংল্যান্ডের এই সাবেক ডিফেন্ডার ৩৯ বছর বয়সে রোনালদোর গোল করা দেখে রীতিমতো মুগ্ধ।

সৌদির নাসর টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জন টেরি বলেন, ‘রোনালদো একজন বিশ্বসেরা ফুটবলার। এককথায় সে অসাধারণ খেলোয়াড়। আমি যেসকল খেলোয়াড়দের খেলা পছন্দ করি রোনালদো তাদের মধ্যে একজন। তাঁর গোল করার মুভমেন্ট ও গোল করার ক্ষুধা অসাধারণ। তাঁর ক্ষিপ্রতা দেখলেই বোঝা যায় সে গোল করতে পছন্দ করে।’

১০০০ গোলের মাইলফলক স্পর্শ করার পরই ক্যারিয়ার শেষ করবেন রোনালদো এবিষয়ে নিশ্চিত জন টেরি। এসময় জন টেরি বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই রোনালদো তাঁর গোল করার ক্ষিপ্রতা ধরে রেখেছে। ৩৯ বছর বয়সে এসেও সেটা ধরে রেখেছে সে। আমি বিশ্বাস করি এখনও অনেক কিছু দেওয়ার বাকি আছে তাঁর।’

এসময় ৪৩ বছর বয়সী জন টেরি আরও বলেন, ‘রোনালদোর লক্ষ্য ১০০০ গোল করা। আমি বিশ্বাস করি সে সেখানে পৌছাবে এবং আমি আশা করি সে এটা করতে পারবে। কারণ তাঁর খেলা দেখাটা আনন্দের ও উপভোগ্য।’

এর আগে রোনালদো নিজের ১০০০ গোল করার বিষয় নিয়ে বলেন, ‘আমি বর্তমান নিয়েই ভাবছি। ভবিষ্যতের কথা নিয়ে কিছু ভাবছি না। তবে স্বপ্ন আছে ১০০০ গোল করার। যেহেতু গতমাসে ৯০০ গোল করতে পেরেছি সেহেুতু এখন দেখতে হবে আমার পা কতটা আমাকে সাপোর্ট দেয় ১০০০ গোল করার জন্য। কিন্তু শেষসময়ে যদি না পারি তাহলে বর্তমানে যেই সর্বোচ্চ গোলের মালিক হয়েছি সেই রেকর্ডটা নিয়েই খুশি থাকবো।’

উল্লেখ্য ক্রিশ্চিয়ানো রোনালদো বর্তমানে ৯১০ গোল করেছেন। ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে এখনও ৯০ টি গোল করতে হবে ‘সিআরসেভেন’কে।

আরো পড়ুন : অজিদের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান

ক্রিফোস্পোর্টস/১৮নভেম্বর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল