Connect with us
ক্রিকেট

সেমির স্বপ্ন ধূলিসাৎ হওয়ার পর যা বললেন জ্যোতি

নিগার সুলতানা জ্যোতি। ছবি: সংগৃহীত

গতকাল (বৃহস্পতিবার) সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে ক্যারিবিয়ানদের কাছে ৮ উইকেটে হেরে এবারের বিশ্বকাপের সেমির দৌড়ে থেকে ছিটকে গেলেন নিগার সুলতানা জ্যোতিরা।

এ ম্যাচ হারাতে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে বেশি কষ্ট দিয়েছে টাইগারদের ব্যাটিংয়ের ধরণ। ১২০ বলের খেলায় ৫৭ টি ডট খেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। গোটা ইনিংস মাত্র ৯ টি বাউন্ডারি হাঁকিয়েছে বাংলাদেশের মেয়েরা। এমনকি ইনিংসের শেষ ৪৯ বলে একটি বলও সীমানাতে পাঠাতে পারেনি বাংলাদেশ।

ম্যাচ শেষ বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন,’ আমরা শুরুটা অনেক ভালো করেছিলাম। তবে মাঝের দিকে আমরা অনেক বেশি ডট খেলেছি এবং পরে আমরা অনেক উইকেটও হারিয়েছি। তাদের বোলাররা মাঝে সত্যিই অনেক ভালো বল করেছে। তারা আমাদেরকে শট খেলার কোনো সুযোগ দিচ্ছিল না। সিঙ্গেল নেওয়ার সুযোগও আমরা মিস করেছি, আমাদের উপর যা পরবর্তীতে চাপ তৈরি করেছে।’

আরও পড়ুন: অবকাশ যাপনের জন্য ব্রাজিলে ব্যক্তিগত দ্বীপ কিনছেন নেইমার

এছাড়াও ব্যাটিংয়ের বিষয়ে জ্যোতি বলেন, ‘ আমাদের ব্যাটিং উন্নতি করা প্রয়োজন। আমাদের বোলাররা তাদের কাজ ঠিকঠাক করছে। আমাদের ব্যাটিং লাইন আরও উন্নতি করা জরুরি। শিক্ষণীয় অনেক কিছুই আমরা সামনে বয়ে নিতে পারি। বিশেষ করে, এই ধরনের টুর্নামেন্টে কীভাবে ইতিবাচক থাকতে হয়। আমাদের দলটা এই ধরনের টুর্নামেন্টে খুব বেশি অভিজ্ঞ নয়।’

এ দিন আগে ব্যাট করতে নেমে আট উইকেট হারিয়ে ১০৩ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। জবাবে মাঠে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ১২.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছিয়ে যান ক্যারিবিয়ানরা। সে সঙ্গে সেমিফাইনাল খেলার স্বপ্ন ভেঙে যাই বাংলাদেশের।

ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর ২৪/এইচআই

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট