Connect with us
ফুটবল

মালদ্বীপের বিপক্ষে জিতে সমালোচকদের সম্পর্কে যা বললেন কাবরেরা

javiyer cabrera
হাভিয়ের কাবরেরা। ছবি: সংগৃহীত

ম্যাচে হারলেই সমালোচনা তীর ধেয়ে আসে প্রধান কোচের দিকে। বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় কোচকে। ব্যতিক্রম হয়নি বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার ক্ষেত্রেও। মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে সমালোচিত হয়েছেন তিনি।

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে ১-০ ব্যবধানে হারলেও দ্বিতীয়টিতে দারুণ প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ। এই ম্যাচে সফরকারীদের ২-১ গোলের ব্যবধানে হারিয়ে সমালোচকদের জবাব দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সংবাদ সম্মেলনে দলের প্রতি বিশ্বাস রেখে দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছি উল্লেখ করে কোচ হাভিয়ের কাবরেরা বলেন, ‘ প্রথম ম্যাচে আমরা যেই মনোভাব নিয়ে খেলেছি, আমার মনে হয় দ্বিতীয় ম্যাচেও ঠিক একই অনুভব নিয়ে আমরা খেলেছি। দল জিতবে এটা কেউ বিশ্বাস করেনি।’

এছাড়া সমালোচকদের এক হাত নিয়ে বাংলাদেশ কোচ বলেন, ‘ প্রথম ম্যাচের পর তারা আমাদের সমালোচনা করেছিল। আপনারা শুধু দলের সমালোচনা করতে চান, যা সম্পূর্ণ অন্যায়। সমালোচনা না করে দলকে সাপোর্ট করুন, ভালো খেলার সক্ষমতা রয়েছে এই দলের।’

আগামী ডিসেম্বর মাসে চুক্তি শেষ হতে যাচ্ছে কাবরেরার। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দীর্ঘায়িত হবে কিনা এ বিষয়ে বাফুফের নবগঠিত সভাপতির সঙ্গে কথা বলবেন বলে তিনি জানিয়েছেন। বাংলাদেশ এই কোচ বলেন, ‘ নতুন সভাপতিদের সঙ্গে এ ব্যাপারে কথা হবে। হয়তো তাদের ভবিষ্যৎ নিয়ে ভালো পরিকল্পনা আছে। এ বিষয়ে এখনই আপনাদের বলতে পারছি না।’

উল্লেখ্য, চলতি বছর এটিই ছিল বাংলাদেশের শেষ ম্যাচ। এ বছর মোট আটটি ম্যাচ খেলেছে মোরসালিনরা। যার মধ্যে দু’টি জয় এবং ছয়টি ম্যাচে হেরেছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে হেরে যা বললেন মালদ্বীপ কোচ

ক্রিফোস্পোর্টস/১৭ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল