বর্তমানে তারকাদের হরহামেশাই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের বিদ্রূপের শিকার হতে হয়। হোক সেটা অভিনয় জগত কিংবা ক্রীড়া জগতের কেউ, ট্রোল থেকে কম বেশি কেউই নিস্তার পান না। এবার ভক্ত-সমর্থকদের বিদ্রূপের শিকার জোয়াও ক্যানসেলো ও তার পরিবার।
এই বার্সেলোনার তারকা ফুটবলারকে যেভাবে হেনস্তা করা হয়েছে সেটা তিনি হয়তো কখনো প্রত্যাশা করেননি। সামাজিক মাধ্যমে তার অনাগত মেয়ের মৃত্যু কামনা করে মন্তব্য করেছে বার্সার ভক্ত-সমর্থকরা।
আরও ন্যক্কারজনক হলো, মৃত্যু কামনা করা তার সেই মেয়ে এখনো পৃথিবীর আলোই দেখেনি। এছাড়াও তার স্ত্রী ও আরেক সন্তানকে নিয়েও তির্যক মন্তব্য করেছে বার্সার ক্ষুব্ধ সমর্থকরা।
ক্যানসেলো ও তার পরিবারকে নিয়ে এভাবে হেনস্তার বিষয়টি ব্রিটিশ গণমাধ্যম ইএসপিএনের এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছেন। আর সমর্থকদের এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়ার কারণ, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার ঘরের মাঠে ৪-১ গোলের হার।
বিদ্রূপের শিকার জোয়াও ক্যানসেলো সে ম্যাচে ফাউল করলে পেনাল্টি থেকে গোল করে পিএসজি। তাই অনেকেই কোয়ার্টার থেকে বাদ পড়ার পেছনে ক্যানসেলোর ওই ফাউলকে বড় দায় হিসেবে দেখেন।
ইএসপিনকে ক্যানসেলো বলেন, ‘আমার ইন্সটাগ্রামের কমেন্ট সেকশনে অনেকেই আমার অনাগত মেয়ের মৃত্যু কামনা করে মন্তব্য করেছে। তারা যা ইচ্ছে তাই লিখছে। এই কথাগুলো তারা আমার সামনাসামনি বলতে পারে না সমস্যায় পড়বে বলে। কিন্তু সেখানেই আমার স্ত্রী, সন্তান ও অনাগত মেয়েকে নিয়ে বাজে কথা বলেই যাচ্ছে।’
পৃথিবী যে কতটা নিষ্ঠুর তা স্মরণ করার পাশাপাশি এর সাথেই নিজেকে মানিয়ে নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘পৃথিবীতে এখন অনেক নিষ্ঠুর হয়ে গেছে। এর মধ্যেই আপনাকে বেঁচে থাকা শিখতে হবে। আমি নিজেও এটা জানি। কিন্তু যারা একটি শিশুর মৃত্যু কামনা করতে পারে, তাদের নিয়ে কি বলবো সেটা বুঝতে পারছি না। আমরা যারা ফুটবল খেলি, এর বাইরেও আমাদের একটা জীবন আছে। আমরাও মানুষ।’
এছাড়া নিজের করা ফাউল নিয়ে তিনি যে কতটা অনুতপ্ত সেটা তার এই কথাতেই স্পষ্ট, ‘আমার সেই শিশু সুলভ পেনাল্টির জন্য আমি ওই রাতে আর ঘুমাতে পারিনি। আমার মনে হয়েছে, আমরা ১১ বনাম ১১ থাকলে ম্যাচটা জিততে পারতাম।’
গত মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে পিএসজির কাছে ৪-১ গোলে হেরে বিদায় নেয় বার্সেলোনা। প্রথম লেগে ৩-২ গোলে এগিয়ে থাকলেও, ঘরের মাঠে শুরুর দিকে বার্সা ডিফেন্ডার আরাউহো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচ থেকে ধীরে ধীরে ছিটকে যায় কাতালানরা।
ম্যাচের ৫৯ মিনিটে ক্যানসেলো নিজেদের ডি-বক্সে ওসমান ডেম্বেলেকে ফাউল করলে পেনাল্টি পায় পিএসজি। স্পট কিক থেকে বল জালে জড়িয়ে দুই লেগের সম্মিলিত গোলে পিএসজিকে ৫-৪ গোলে এগিয়ে দেন এমবাপ্পে।
পরে এমবাপ্পের দ্বিতীয় গোলে ৬-৪ ব্যবধানে হেরে কোয়ার্টার থেকেই বিদায় নিতে হয় বার্সেলোনাকে।
আরও পড়ুন: মেসির সম্পদের পরিমাণ বাংলাদেশি টাকায় কত?
ক্রিফোস্পোর্টস/২০এপ্রিল২৪/এমএস/বিটি