Connect with us
ফুটবল

সেমিফাইনালে কেমন প্রতিপক্ষ পেল রিয়াল-বার্সেলোনা

Barcelona and Real Madrid
বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ছবি- সংগৃহীত

আগেই কোপা দেল রের সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা উভয় দলই। তবে স্প্যানিশ এই লিগের শেষ চারে দলগুলোর প্রতিপক্ষ কে হবে, তা জানার আগ্রহ ছিল সবার। এবার ফুরালো অপেক্ষার প্রহর। যেখানে দেখা যায় তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে রিয়াল। আর কিছুটা কঠিন চ্যালেঞ্জই রয়েছে বার্সার সামনে।

গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে অনুষ্ঠিত হয়েছে কোপা দেল রের সেমিফাইনাল ড্র। যেখানে নিশ্চিত হয় উভয় দলের প্রতিপক্ষ। রিয়াল মাদ্রিদের বিপক্ষ দল হিসেবে সেমিতে খেলবে রিয়াল সোসিয়েদাদ। যেখানে অনেকটা ফেভারিট দল হিসেবেই খেলবে রিয়াল।

আর সেমিফাইনালে নিজেদের প্রতিপক্ষ হিসেবে অ্যাথলেটিকো মাদ্রিদকে পেয়েছে বার্সেলোনা। যেখানে উভয় দলের জন্যই বড় চ্যালেঞ্জ। এতে করে ফাইনালের আগে এই দুই জায়ান্ট দলের মধ্যে বাদ পড়বে কোন একটা দল। কোপা দেল রের সেমিতে দলগুলো হোম এন্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলবে দুটি করে লেগ।

এদিকে কোপা দেল রের ফাইনাল নিয়ে আগ্রহ বাড়তে শুরু করেছে দর্শকদের মাঝে। কেননা এই টুর্নামেন্টের ফাইনালে দেখা যেতে পারে আরও একটি এল ক্লাসিকো অথবা মাদ্রিদ ডার্বি। কেননা রিয়াল মাদ্রিদ সেমিতে জিতলেই আর কোন সন্দেহ থাকবে না এমন হাইভোল্টেজ ফাইনাল নিয়ে। কারণ আরেক সেমি থেকে অ্যাথলেটিকো কিংবা বার্সা আসবেই।

চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ শেষে এবং ইউরোপীয় প্রতিযোগিতার শেষ ষোলোর লড়াই শুরুর ঠিক আগের সপ্তাহে হবে কোপার দেল রের প্রথম লেগ। যা অনুষ্ঠিত হবে ২৫ ও ২৬ ফেব্রুয়ারি। এরপর ফিরতি লেগ খেলা হবে দীর্ঘ এক মাস পর। আন্তর্জাতিক বিরতির পরপরই ফাইনালে ওঠার চূড়ান্ত লড়াইয়ে ১ ও ২ এপ্রিল অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:

ক্রিফোস্পোর্টস/১৩ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল