Connect with us
ক্রিকেট

মুস্তাফিজের আইপিএলে ছাড়পত্র বিষয়ে যা বললেন লিপু

মুস্তাফিজের আইপিএল খেলার নিয়ে কথা বললেন লিপু। ছবি- সংগৃহীত

চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দারুন শুরু করেছেন মুস্তাফিজুর রহমান। আর অল্প সময়েই দলের অপরিহার্য সদস্য হয়ে উঠেছেন বাংলার এই কাটার মাস্টার। বর্তমানে চেন্নাইয়ের পেস বোলিং ইউনিটের নেতৃত্ব দিচ্ছেন মুস্তাফিজ। এখন পর্যন্ত খেলা চার ম্যাচে আসরের সর্বোচ্চ নয় উইকেট শিকার করে মুস্তাফিজ পার্পল ক্যাপটাও রেখেছেন নিজের দখলে।

মূলত চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকে বেশ কার্যকরী মুস্তাফিজুর রহমানের বোলিং। পাওয়ার প্লে অথবা ডেথ ওভার সব ক্ষেত্রে আস্থার প্রতিদান রাখছেন তিনি। অবশ্য জিম্বাবুয়ে সিরিজের কথা মাথায় রেখে মুস্তাফিজকে পুরো টুর্নামেন্ট খেলার জন্য ছাড়পত্র দেয়নি বিসিবি। তবে দলের এমন গুরুত্বপূর্ণ সদস্যকে নিশ্চয়ই এত সহজে ছাড়তে চাইবে না চেন্নাই সুপার কিংস।

চলতি আইপিএলে মুস্তাফিজের বোলিং পারফরম্যান্স প্রশংসা করিয়েছে ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সমর্থক সবার। তাই সকলের চাওয়া আইপিএলের সম্পূর্ণ মৌসুম মুস্তাফিজকে খেলার সুযোগ করে দেওয়ার। তবে আদৌ সেরকম কিছু হবে কিনা সে বিষয়ে এক গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

মুস্তাফিজের ছাড়পত্রের বিষয়ে প্রধান নির্বাচক লিপু বলেন, ‘তার (মুস্তাফিজ) এনওসি দিয়েছে বিসিবি। সেটা ৩০ তারিখ অবধি দেওয়া আছে বলে আমি জানি। এই ব্যাপারে কোনো কিছু পরিবর্তন দরকার হলে বিসিবি করবে, এটা আমাদের ইস্যু না। বোর্ড যদি বাড়াতে চায় বাড়াবে, আমরা তো শরিফুলকে ছাড়া টেস্ট খেললাম। তাকে বিশ্রাম দিয়েছি যাতে বিশ্বকাপে তাকে পায়।’

তবে লিপু চান জাতীয় দলের শক্তি বাড়াতে মুস্তাফিজ থাকুক জিম্বাবুয়ে সিরিজে, ‘কোনো কারণে যদি মুস্তাফিজের এনওসি বাড়ায় এটা বোর্ডের এখতিয়ার আমাদের কিছু বলার নাই। তবে আমরা চাইব যে মূল দলটা খেলুক। এটা আমাদের তরফ থেকে চাওয়া। বোর্ড নিশ্চয়ই কোনো কারণ দেখে ৩০ তারিখ অবধি তাকে (মুস্তাফিজ) ছাড়পত্র দিয়েছে।’

আরও পড়ুন: টেস্টে ভরাডুবির পর এবার দুঃসংবাদ পেলেন শান্ত-লিটন

ক্রিফোস্পোর্টস/১০এপ্রিল২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট