বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক ও লেখকদের প্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন-বিএসপিএ ২০২২ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ ও প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দিয়েছে। এবার জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস পেয়েছেন বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার। এছাড়া বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক ও সাফজয়ী সাবিনা খাতুন পেয়েছেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড।
পুরস্কার হাতে নিয়ে লিটন দাস বলেন, এই পুরস্কারটি পাওয়া আমার জন্য সৌভাগ্যের একই সঙ্গে অনেক সম্মানের। আমরা সবাই দেশের জন্য খেলি। তবে এ পুরস্কারটি আমাদেরকে সামনের দিনে আরও ভালো খেলতে অনুপ্রাণিত করছে। সবাই দোয়া করবেন।
এদিন পুরস্কার হাতে নিয়ে সাফ জয়ী নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, পুরস্কার আমাদের সবাইকেই অনুপ্রেরণা দেয়। বিএসপিএর এই পুরস্কারটি পেয়ে আমি অনেক খুশি। আগামী দিনে দেশের ফুটবলের জন্য আরও ভালো কিছু করতে এই পুরস্কার আমাকে আরও অনুপ্রাণিত করবে।
আরও যারা বর্ষসেরার সেরার পুরস্কার জিতেছেন:
বর্ষসেরা ক্রীড়াবিদ: লিটন দাস (ক্রিকেট)।
পপুলার চয়েজ অ্যাওয়ার্ড: সাবিনা খাতুন (ফুটবল)।
ক্রিকেটে বর্ষসেরা (পুরুষ): লিটন দাস।
ক্রিকেটে বর্ষসেরা (নারী): নিগার সুলতানা জ্যোতি।
ফুটবলে বর্ষসেরা (পুরুষ): রবসন দি সিলভা রবিনিয়ো (ব্রাজিল)।
ফুটবলে বর্ষসেরা (নারী): সাবিনা খাতুন।
আর্চারিতে বর্ষসেরা: নাসরিন আক্তার।
হকিতে বর্ষসেরা: আশরাফুল ইসলাম।
এছাড়া বর্ষসেরা অ্যাথলেট: ইমরানুর রহমান।
বর্ষসেরা কোচ হয়েছেন: গোলাম রব্বানী ছোটন।
উদীয়মান ক্রীড়াবিদ হয়েছেন: টেবিল টেনিসে নাফিজ ইকবাল, ব্যাডমিন্টনে সিফাত উল্লাহ গালিব ।
এছাড়াও তৃণমূলের সংগঠক: আমিরুল ইসলাম (সাঁতার কোচ)।
বিশেষ সম্মাননা পেয়েছেন: সুমিতা রানী (হার্ডলার)।
বর্ষসেরা সংস্থা হয়েছে: বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
বিশেষ সংবর্ধনা পেয়েছেন: সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দল এবং ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট দল।
আরও পড়ুন: রোনালদোর আল-নাসরের প্রস্তাব ফিরিয়ে দিলেন জিদান
ক্রিফোস্পোর্টস/২৯মে২৩/এসএ