মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট মাত্র ৪ দিনেই শেষ হয়ে গিয়েছে। আজ (বৃহস্পতিবার) মিরপুরে চতুর্থ দিনে ব্যাট করতে নেমে প্রথম সেশনেই অলআউট হয়ে গেছে টাইগাররা। এর আগে ৭ উইকেটে ২৮৩ রান করে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। চতুর্থ দিনের খেলার শুরুর মাত্র ২৬ মিনিটেই বাকি ৩ উইকেটও হারিয়ে ফেলে বাংলাদেশ।
গতকাল ৮৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করা মিরাজ এদিন দলকে বেশিক্ষণ টেনে নিয়ে যেতে পারেননি। টেস্ট ক্যারিয়ারে নিজের দ্বিতীয় সেঞ্চুরি অধরা রেখেই এদিন মিরাজ আউট হয়েছেন ৯৭ রানে। চতুর্থ দিনের প্রথম সেশনে এবং নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮৯ ওভার ৫ বলে খেলে ৩০৭ রান করেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।
এই ঢাকা টেস্টে স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৯৭ রানের ইনিংসটাও আসে মিরাজের ব্যাট থেকে। মিরাজের এমন দুর্দান্ত ইনিংসের পরও বাংলাদেশকে ম্যাচটা হারতে হয়েছে ৭ উইকেট। তবে মিরাজের এমন অসাধারণ ব্যাটিংয়ের প্রশংসা করেছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম।
ম্যাচে পরবর্তী সংবাদ সম্মেলনে এইডেন মার্করাম বলেন, বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। এখানে তাঁকে কৃতিত্ব দিতেই হবে। নতুন বলে ব্যাট করাটা চ্যালেঞ্জিং ছিলো তারপরেও তাঁরা ২য় ও ৩য় দিন দক্ষ ভাবেই সামাল দিয়েছে সবটা। দারুণ জুটিও গড়েছিল। বিশেষ করে মেহেদী মিরাজ। সে সেঞ্চুরিটা ডিজার্ভ করত। বল অনেকটা নরম ছিল উইকেট পেতেও কষ্ট হচ্ছিল। তারপরেও আমরা পরিশ্রমের মাধ্যমে মানিয়ে নিয়েছি।’
বাংলাদেশকে হারাতে পেরে মার্করাম খুশি কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘অবশ্যই আমি খুশি। সকল স্পোর্টসম্যানই চাইবে তাঁর প্রতিপক্ষকে হারিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণভাবে ম্যাচ জিততে। ভালো একটা দল গড়ার অন্যতম শর্ত হলো বেশি বেশি ম্যাচ জেতা। দল হিসেবে এটা করা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা বাংলাদেশকে হারাতে পেরে খুবই খুশি এবং রোমাঞ্চিত।’
উল্লেখ্য দুইম্যাচে সিরিজের প্রথমটিতে জিতে ১-০ তে এগিয়ে গেল প্রোটিয়ারা। এছাড়াও হোয়াইটওয়াশ এড়াতে আগামী ২৯ অক্টোবর চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রোটিয়াদের মুখোমুখি হবে বাংলাদেশ।
আরো পড়ুন : সাকিবের সঙ্গে নিজেকে তুলনা করতে নারাজ মিরাজ
ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৪/এসআর