Connect with us
ক্রিকেট

সাকিব-লিটনদের আইপিএল ইস্যুতে যা বললেন মাশরাফি

সাকিব-লিটনদের আইপিএল ইস্যুতে মুখ খুললেন মাশরাফিও

প্রথমবারের মতো আইপিএলে একসঙ্গে বাংলাদেশের তিন ক্রিকেটার (সাকিব-লিটন ও মুস্তাফিজ) সুযোগ পেলেও এখনও তাদের অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। বোর্ডের ভাষ্য, দেশের খেলা শেষ করেই আইপিএলে যেতে পারবেন ক্রিকেটাররা। এবারই প্রথমবারের মতো দল পেয়েছেন লিটন।

গত রবিবার টাইগারদের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহেও এ বিষয়ে মুখ খুলেছেন। বলেন, ‘আইপিএলের আগে দেশ বড়’।

এবার সাকিব-লিটনদের আইপিএলে খেলা নিয়ে মুখ খুলেছেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। সোমবার বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে লিটন-সাকিবদের আইপিএল খেলার বিষয়ে নিজের মতামত জানিয়েছেন তিনি।

তিনি বলেন, পৃথিবীর অন্যান্য দেশ তো কোনও ক্রিকেটারকে আটকাচ্ছে না। আমাদের শুধু আবেগী হয়ে তো লাভ নেই। আমরা তো অনেক খেলোয়াড়কেই পরিবর্তন করে খেলাচ্ছি; খেলাচ্ছি না, তা তো নয়।

টাইগারদের সাবেক এই অধিনায়কের দাবি, একটা টেস্ট ম্যাচের পর হয়তো-বা তারা যেতে পারবে। তারপরও আমার কাছে মনে হয়, টেস্ট ম্যাচ যদি ম্যানেজেবল হয় কাউকে দিয়ে। গেলে তো সমস্যা নেই। শুধু ওদের ক্ষেত্রেই ভালো জায়গায় যখন সুযোগ পায়, তখন বারবার আটকানো তো ঠিক না।

তিনি আরও বলেন, ওদের সঙ্গে খোলামেলা আলাপ করা উচিৎ; ওরা যদি মন থেকে যেতে চায়, সেক্ষেত্রে কেন নয়? আর আয়ারল্যান্ডের সঙ্গে টেস্ট ম্যাচ কিছু ক্ষেত্রে আমার মনে হয় ম্যানেজ করার সক্ষমতা আমাদের রয়েছে। আলটিমেটলি সারা পৃথিবীর খেলোয়াড়ই তো যাচ্ছে, তাহলে শুধু শুধু আমাদের খেলোয়াড়দেরকে আটকে রেখে লাভ কি।

আরও পড়ুন: নতুন অধিনায়কের নাম ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স

ক্রিফোস্পোর্টস/২৭মার্চ২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট