Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে রিয়াদের প্রথম সেঞ্চুরির কথা মনে করিয়ে যা বললেন মাশরাফি

Mahmudullah Riyad knock first century in World Cup for Bangladesh
বিশ্বমঞ্চে মাহমুদউল্লাহর সেঞ্চুরিতে বাংলাদেশের জয়। ছবি- সংগৃহীত

গতকাল রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট শেয়ার করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর থেকেই সতীর্থ ক্রিকেটার ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। সেই তালিকায় নাম লিখিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা।

মাহমুদউল্লাহ রিয়াদের অবসরের ঘোষণা পর নিজের ফেসবুকে এক পোস্ট করে মাশরাফি লিখেছেন, ‘দারুণ এক আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন, রিয়াদ। তোর নামের পাশে যে সংখ্যাগুলি আছে, সেসবের সীমানা ছাড়িয়ে তুই আমাদের কাছে আরও অনেক ওপরে।’

রিয়াদ দলের কতটা গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তা উল্লেখ করেছেন মাশরাফি, ‘আমরা জানি, দলের তোকে কতটা প্রয়োজন ছিল এবং দলের সেই চাওয়ার সঙ্গে তুই কতটা মিশে গিয়েছিলি। মাঠের ভেতরে-বাইরে তোর সঙ্গে কত স্মৃতি! কত কত আনন্দ আর হতাশায় একাকার হয়েছে আমাদের সময়!’

আরও পড়ুন:

» মাহমুদউল্লাহকে বিদায়ী বার্তা দিয়ে যা বললেন সাকিব

» নারী আইপিএলের এলিমিনেটর ম্যাচসহ আজকের খেলা (১৩ মার্চ ২৫)

বৈশ্বিক আসরে রিয়াদের অবদানের কথা উল্লেখ করে ম্যাশ লিখেছেন, ‘অ্যাডিলেইড আর কার্ডিফে তোর সেঞ্চুরির কথা আজ আবার মনে পড়ছে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান, তোর এই অর্জন কেড়ে নিতে পারবে না কেউ। তবে আশা করি, তোকে আদর্শ মেনে বৈশ্বিক আসরে তোর চার সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে যাবে দেশের অনেকে।’

পরবর্তী প্রজন্ম রিয়াদকে অনুসরণ করে এগিয়ে যাবে মনে করেন মাশরাফি। এছাড়া ঘরোয়া ক্রিকেটে বাকি পথ উপভোগ করার বার্তা দিয়েছেন, ‘তিনি বড় মঞ্চে তুই যেভাবে নিজের সেরাটা মেলে ধরেছিস, সেই পথ অনুসরণ করবে প্রজন্মের পর প্রজন্ম। ঘরোয়া ক্রিকেটে তোর বাকি দিনগুলি উপভোগ্য হবে আর অবসর জীবন কাটবে আনন্দে, এই কামনা থাকল।’

ক্রিফোস্পোর্টস/১৩মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট