দেড় দশকেরও বেশি সময় পায়ের কারিকুরি দেখিয়ে ফুটবল বিশ্বকে বুদ করে রেখেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে এখনও ছুটে চলেছেন ৩৭ বছর বয়সী এই খুদে জাদুকর। লম্বা সময়ের এই ফুটবল ক্যারিয়ারে অর্জন করেছেন সম্ভাব্য সকল কিছুই।
তবে দিনের শুরুতে যে সূর্য একবার উদিত হয়, দিনশেষে তা পুনরায় অস্ত যায়। এটাই যেন প্রকৃতির নিয়ম। এই নিয়মেই কত রথী-মহারথী বিশ্ব কাপাতে এসেও বিদায় নিয়েছেন বেলা শেষে। ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিও যেন এখন তেমনটাই আছেন নিজের ক্যারিয়ারের সায়াহ্নে।
তাই ভক্ত সমর্থকদের মধ্যে জানার আগ্রহ সবসময়ই আছে আর কতদিন মাঠে দেখা যাবে এই আর্জেন্টাইন প্রিয় তারকাকে। সম্প্রতি সৌদি আরব ভিত্তিক প্ল্যাটফর্ম বিগ টাইম পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবসরের বিষয়ে কথা বলেছেন লিওনেল মেসি।
সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে মেসি বলেন, ‘আমি জানি যে মুহূর্তে আমি অনুভব করব যে আমি আর পারফর্ম করার জন্য যথেষ্ট প্রস্তুত নই অথবা আমি আর নিজের খেলা উপভোগ করতে পারছি না বা আমার সতীর্থদের সাহায্য করতে সক্ষম নই, আমি (ফুটবল) ছেড়ে দেব।’
তিনি আরো বলেন, ‘আমি নিজের প্রতি চিন্তাশীল। আমি জানি কখন আমি ভালো, কখন খারাপ। কখন ভালো খেলি আবার কখন খারাপ খেলি। যখন আমি অনুভব করব যে এই পদক্ষেপটি (অবসর) নেওয়ার সময় এসেছে, আমি বয়সের কথা চিন্তা না করে এটি নেব।’
তবে মেসি ফুটবল খেলা চালিয়ে যেতে চান যতদিন নিজের খেলার প্রতি আস্থা থাকবে। ফুটবলের প্রতি অনুরাগের কথাও জানান তিনি, ‘যদি আমি ভাল অনুভব করি তবে আমি সবসময় প্রতিযোগিতা চালিয়ে যাওয়ার চেষ্টা করব। কারণ এটিই আমি পছন্দ করি এবং আমি কী করতে পারি তা জানি।’
আরও পড়ুন: ফুটবলের বাইরে মেসির পছন্দের খেলা কী?
ক্রিফোস্পোর্টস/২৮মার্চ২৪/এফএএস